Huawei Nova 5 Pro এর কিছু অরিজিনাল ছবি আজকে সামনে এলো

0

সামনের শুক্রবার HUAWEI তার Nova সিরিজ এর তিনটি স্মার্টফোন প্রকাশ করতে চলেছে। র কিছুদিন আগেই তাদের Nova 5 এর একটি ছবি লিক হয়েছিল সাথে কিছু স্পেসিফিকেশন্স ও। আর আজকে Nova 5 Pro এর কিছু অরিজিনাল ছবি প্রকাশ পেয়ে গেলো।

Huawei Nova 5 Pro

এই ছবি থেকে দেখা যাচ্ছে যে এই স্মার্টফোনের পিছন টা সম্পূর্ণ গ্লাস এর তৈরি সঙ্গে গ্রাডিয়েন্ট এর ভাব। আর হয়তো কর্নিং গরিলা গ্লাস এর একটা প্রটেকশন ও থাকতে পারে। যেমনটি আগে লিক হয়েছিল তেমনি এই স্মার্টফোনের সামনে একটি টিয়ারস ড্রপ নোচ ডিসপ্লে থাকছে। এছাড়াও পিছনে থাকছে চারটি রেয়ার ক্যামেরা সঙ্গে একটি LED ফ্ল্যাশ। এগুলো AI ক্যামেরা এবং পিছনে কোম্পানির ব্র্যান্ডিং থাকছে। এখানে আমরা একটাই রং এর ভেরিয়েন্টস দেখতে পাচ্ছি। এছাড়া পশে থাকছে ভলিউম সুইচ এবং পাওয়ার সুইচ।

Huawei Nova 5 Pro

আর কোনো তথ্য আপাতত আমাদের কাছে নেই তবে এটাই হয়তো সবচেয়ে টপ ভেরিয়েন্ট হবে তিনটি ডিভাইস এর মধ্যে থেকে। এর পরের বাকি স্পেসিফিকেশন্স আমরা সামনের শুক্রবারে জানতে পারবো। আর বাকি দুটো ভেরিয়েন্টস হয়তো nova 5 এবং nova 5i নাম এ আসবে।

সূত্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here