Xiaomi Mi Watch এর কিছু অরিজিনাল চিত্র এবং রং আজকে আমাদের সামনে প্রকাশ পেলো

0

সামনের সপ্তাহেই প্রকাশ পেতে চলেছে Xiaomi এর একদন নুতুন এবং প্রথম স্মার্ট ওয়াচ Xiaomi Mi Watch। আর কয়েকদিন ধরেই এর উপর বিভিন্ন লিক এবং তথ্য বেরুচ্ছে যদিও আজকেই এর একদম অরিজিনাল ছবির সাথে কি কি রং এর সাথে আসবে সেগুলো দেখা যাচ্ছে।

Xiaomi's Mi Watch t

যাই হোক এই স্মার্ট ওয়াচ এর যে ব্যান্ড গুলো যেগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির রবার দিয়ে তৈরি যেটি ঘাম এবং জল থেকে কোনো রকমের সমস্যা হবে না। এমনকি আপনার স্কিন এর সাথে কোনো রকমের প্রব্লেম হবে না। এখানে Xiaomi black one, gray, white এবং Blue রং এর সাথে আসবে। যাই হোক এখানে যে ছবি আমাদের হাতে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে এই ওয়াচ এর সাথে আপনি পেয়ে যাবেন WiFi, GPS এমনকি NFC এর সাপোর্ট।

এমনকি এই ওয়াচ এর দ্বারা সরাসরি আপনি কোনো ভিডিও এবং গান চালাতে পারবেন এবং দেখতে পারবেন সরাসরি ইন্টারনেট থেকে। সেই কারণেই এর সাথে স্পিকার আছে। বডির এক দিকে থাকবে একটি কন্ট্রোল বাটন, একটি ম্যানুয়াল রিভলভিং সুইট আর একটি মাইক্রোফোন। এই ওয়াচ আপনার ডেইলি ফিটনেস রুটিন ফলো করবে এমনকি আপনি সরাসরি কাউকে কল এবং ম্যাসেজ করতে পারবেন স্মার্টফোন না বের করেই।

এর পিছনে পেয়ে যাবেন বিভিন্ন ধরণের সেন্সর যার মধ্যে হার্ট রেট সেন্সর, প্রেসার সেন্সর ইত্যাদি। আরো হয়তো অনেক কিছু থাকবে সে ব্যাপারে আমরা সামনের সপ্তাহেই জানতে পেরে যাবো। যাই হোক দেখে তো একদম সুপারের ডিজাইনের এর সাথে সুপার কোয়ালিটির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here