সামনের 20 তারিখে প্রকাশ পেতে চলেছে Realme এর আরো একটি মিডরেঞ্জ স্মার্টফোন Realme 5s। এবং কয়েকদিন ধরেই এর উপর খবরা খবর চলছে এবং আগেও এর অনেক কিছু ফিচারস আমাদের সামনে এসেছে এবং আজকে শেষমেশ আমাদের সামনে উঠে এলো এর ডিসপ্লের ফিচারস।
আজকের লিক অনুযায়ী সেখানে দেখা যাচ্ছে 6.51-inch ডিসপ্লে সঙ্গে পেয়ে যাবেন 1080p রিসোলিউশন। এটা খুবই বড়ো একটা জিনিস যেখানে Realme 5 এর মধ্যে আমরা 720p এর রিসোলিউশন ছিল কিন্তু এখানে আপনি 1080p এর রিসোলিউশন পেয়ে যাচ্ছেন। এই ডিসপ্লে Full HD+ ডিসপ্লে যার মধ্যে নোটচ থাকবে।
বাকি কয়েকটা ফিচার্স যা আমরা আগে জানতে পেরেছি যেমন এর মধ্যে আপনি পিছনে চারটি রেয়ার ক্যামেরা পেয়ে যাবেন যার মধ্যে প্রধান হলো 48MP সেন্সর। আর পেয়ে যাবেন একটি শক্তিশালী 5,000 mAh এর ব্যাটারী। সঙ্গে আসা করা যায় এখানে আপনি ফাস্ট চার্জিং এর সাপোর্ট। যাই হোক আর বিশেষ কোনো তথ্য আমাদের কাছে নেই তবে যে ছবি এখানে প্রকাশ পেয়েছে সেখানে এটির Purple রং এর ভেরিয়েন্টস। এছাড়াও Blue এবং Red রং এর আরো দুটো ভেরিয়েন্ট প্রকাশ পেতে পারে। আশা করা যায় যে সামনে আরো অনেক কিছু তথ্য আমরা পাবো।