আগের দিন একটি আবছা ছবির সাথে কিছু আবছা ফীচার আমাদের কাছে এসেছিলো Samsung Galaxy Note 10 Lite স্মার্টফোনের। কিন্তু আজকে তার ডিটেলস ছবির সাথে আরো কিছু তথ্য আমাদের সামনে এলো। যেমন প্রথমেই আসি ডিসপ্লেতে যেখানে একটি সুন্দর ফ্লাট ডিসপ্লে পেয়ে যাচ্ছেন খুব ছোট বেজেলস এর সাথে। যার মধ্যে উপরের মাঝামাঝি তে আছে একটি ইন-ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা।
অন্যান্য Note সিরিজ এর স্মার্টফোনের মতো এর মধ্যে আপনি কার্ভড ডিসপ্লে পাচ্ছেন না তবে এখানেও কিন্তু AMOLED ডিসপ্লে পাচ্ছেন। যদিও ডিসপ্লের সাইজ এখনো জানা যায়নি। আগের দিন পিছনে চারচৌকো যে ক্যামেরা মডিউল দেখতে পেয়েছিলাম সেখানে কটা ক্যামেরা ছিল তা দেখা যায়নি কিন্তু আজকের ছবি অনুযায়ী সেখানে দেখা যাচ্ছে যে পিছনে আপনি তিনটি রেয়ার ক্যামেরা পেয়ে যাবেন LED ফ্ল্যাশ এর সাথে। যার মধ্যে প্রধান ক্যামেরাটি আসা করা যাচ্ছে যে হয়তো 64MP অথবা 108MP এর হবে। একটি থাকবে আলট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি ডেপ্থ সেন্সর। মেটাল বডির সাথে থাকবে 3D Glasstic ফিনিশ তাও গ্রাডিয়েন্ট রং এর সাথে। হয়তো Black, Red এবং Aura Glow রঙের সাথে আসতে পারে।
নুতুন S Pen তো থাকবে সেটা আগেই জানা গিয়েছিলো কিন্তু সেটা একটু আপডেটেড যেখানে হয়তো পেয়ে যেতে পারেন Bluetooth 5.1 এবং হয়তো লোকেশন ও ট্র্যাক করতে পারবে। আর হয়তো Android 10 এর সাপোর্ট পেয়ে যেতে পারেন বেরুনোর সময়। সামনের কিছুদিনের মধ্যেই হয়তো ইউরোপের বাজারে প্রকাশ পেয়ে যাবে। মূল্য এখনো জানা যায়নি তবে একটা লিক অনুযায়ী এর মূল্য সম্ভবত €650 (প্রায় 51,420 টাকার) মুলা মধ্যে হতে পারে। বাকি তথ্য লাউন্চিং এর দিনেই জানা যাবে।