Xiaomi হয়তো সামনে আরো দুটো মিডরেঞ্জ স্মার্টফোন প্রকাশ করতে চলেছে এবং কোম্পানির তরফ থেকে সেটা আগে বলাও হয়েছিল। Mi CC9 এবং Mi CC9e। আজকে চীনের একটা ওয়েবসাইট 3C তে কিছু স্পেসিফিকেশন প্রকাশ পেয়েছে M1904F3BC/T মডেল নম্বর এর সাথে। যদিও কন্ফার্ম নয় যে এগুলো Mi CC9 এবং Mi CC9e এর স্পেসিফিকেশন্স তবে আগত স্মার্টফোন হিসাবে ধরে নেওয়া যাচ্ছে যে এই স্পেসিফিকেশন্স এবং মূল্য গুলো এই দুটো স্মার্টফোনের।

এই লিক এর দ্বারা দেখা যাচ্ছে Mi CC9, যেটা এই দুটোর মধ্যে সর্বোচ্ছ ভ্যারিয়েন্ট, এর মধ্যে আপনি হয়তো পেয়ে যাবেন AMOLED ডিসপ্লে এর সাথে Snapdragon 730 প্রসেসর। আর থাকছে 4,000mAh এর একটি ব্যাটারী সঙ্গে 27W ফাস্ট চার্জিং। আর থাকতে পারে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আসা করা যাই তিনটি মেমরি ভারিয়ান্টস এর সাথে আসবে 6GB + 128GB, 8GB + 128GB এবং 8GB + 256GB।
এদিকে Mi CC9e এর মধ্যে থাকতে পারে IPS LCD ডিসপ্লে সঙ্গে Snapdragon 710 প্রসেসর। আর হয়তো পেয়ে যাবেন 4,000mAh এর ব্যাটারি এর সাথে 18W এর ফাস্ট চার্জিং। এক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি থাকবে পিছনে এবং মেমরি হিসাবে থাকতে পারে 6GB RAM + 64GB স্টোরেজ।

দুটো স্মার্টফোনের মধ্যেই ওয়াটার ড্রপ নোচ ডিসপ্লে থাকবে এবং পিছনে তিনটি রেয়ার ক্যামেরা সেট আপ থাকবে যার মধ্যে প্রধান ক্যামেরা টি হবে 48MP এর। সামনে হয়তো থাকতে পারে 32MP এর জোরালো ফ্রন্ট ক্যামেরা।
এবার আসি মূল্যে যেখানে লিক অনুযায়ী Mi CC9 এর 6GB + 128GB, 8GB + 128GB এবং 8GB + 256GB ভারিয়ান্টস এর মূল্য যথাক্রমে 2,499 Yuan (25000 টাকা), 2,799 Yuan (28000 টাকা) এবং 3,099 Yuan (31000 টাকা)। আর Mi CC9e এর মূল্য হতে পারে 1,599 Yuan (16,135 টাকা) এর মতো। যদিও ভবিষ্যতে এগুলো কতটা কার্যকরী হবে সে এখনো সঠিক করে বলা যাচ্ছে না।