Samsung এর আরো একটি মিডরেঞ্জ স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে যা গ্লোবালি নাম Galaxy Note10 lite এবং কিছু কিছু জায়গায় এটি A81 নামে প্রকাশ পাবে। যাই হোক কয়েকদিন আগেই এর উপর একটি লিক পেয়েছিলাম @OnLeaks এর কাছ থেকে। আজকে সেই স্মার্টফোনের একটি ডিজাইন দেখতে পেলাম যেখানে এটির ক্যামেরা কিভাবে সাজানো থাকবে বোঝা যাচ্ছে।
পিছনে চারচৌকো সেগমেন্ট এর মধ্যে চারটি রেয়ার ক্যামেরা থাকবে তার মধ্যে প্রধান হলো 64MP সেন্সর। একটি 16MP আলট্রা ওয়াইড ক্যামেরা, একটি টেলিফোটো লেন্স এবং একটি 3D ToF সেন্সর। সামনে একটি পানচ হোল ফ্রন্ট ক্যামেরা থাকবে। বাকি ফিচারস এর মধ্যে এর মধ্যে একটি Note স্টাইল এ Bluetooth যুক্ত S Pen থাকবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে আপনি 3.5mm এর হেডফোন জ্যাক এবং USB Typey C পোর্ট পাচ্ছেন।
এছাড়াও আগের লিক অনুযায়ী এখানে আপনি 6.5-inch থেকে 6.7-inch এর মধ্যে একটি ডিসপ্লে পেয়ে যাবেন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টিও এই ডিসপ্লের মধ্যেই থাকবে। আর হয়তো Exynos 9810 প্রসেসর পেয়ে যেতে পারেন।.যাই হোক আর সেরকম কোনো তথ্য নেই তবে আসা করা যাচ্ছে যে সামনের December এর 12 তারিখ এ এটি অফিসিয়ালি প্রকাশ হতে পারে।