Redmi Note 8 এবং Redmi Note 8 ভারতের বাজারে তথা বিশ্ববাজারে প্রকাশ পেয়েছে এক সপ্তাহও হয়নি আর এরই মধ্যে আজকে এদের দ্বিতীয় ফ্ল্যাশ সেল এর দিন এদের পরবর্তী এবং এদের দ্বিতীয় ভার্সন Redmi Note 8T আমাদের সামনে উঠে এলো। যদিও এটি প্রথম লিক তেমন কোনো কিছু তথ্য পাওয়াও যায়নি। তবে এইটুকু বোঝাই যাচ্ছে যে সামনের বছরের শুরুতেই এই স্মার্টফোন প্রকাশ পাবে।
যে ছবি আমাদের সামনে উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে এই স্মার্টফোন এর ডিজাইন একদম আগের টার মতো মানে Redmi Note 8 Pro এর মতো। যাই হোক এখানেই ঠিক একই ভাবে পিছনে গ্লাস বডির উপরে চারটি ক্যামেরা থাকছে। আসা করা যাচ্ছে এখানেও আপনি হয়তো 64MP এর ক্যামেরা সেট আপ পেয়ে যেতে পারেন। এখানেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পিছনে দেওয়া হয়েছে। এতদূর অব্দি যখন সব কিছুই একই রকম তাই আন্দাজ করা যাচ্ছে যে সামনেও একটি নোটচ ডিসপ্লে থাকবে।
আরো একটি তথ্য আমাদের সামনে এসেছে যে এখানে আপনি অতিরিক্ত NFC এর সুবিধা পেয়ে যাবেন যেটা Redmi Note 8 এর মধ্যে নেই। ডিসপ্লে ও মোটামুটি একই রকমের হবে। এখন এর মধ্যে কি প্রসেসর থাকবে এবং স্টোরেজ সিস্টেম কেমন হবে সে ব্যাপারে কোনো রকমের তথ্য আমাদের হাতে নেই। আসা করা যাচ্ছে সামনের দিনে আরো তথ্য আমরা আপনাদেরকে সরবরাহ করতে পারবো।