এই Galaxy A সিরিজ এর আরো একটি স্মার্টফোন খুব তাড়াতাড়ি আমাদের কাছে আসতে চলেছে Galaxy A51। আগের মাসেই এর আগের ভার্শন A50s এখানে প্রকাশ করেছিল। তো আজকে এই স্মার্টফোনের কিছু তথ্য প্রকাশ পেল কিছু লিক এর মাধ্যমে।
OnLeaks এবং PriceBaba এর তরফ থেকে এই স্মার্টফোনের কয়েকটি চিত্র দেখতে পাচ্ছি এমনকি কিছু সম্ভাব্য তথ্য প্রকাশ পেয়েছে। যেখানে এর মধ্যে আপনি পেয়ে যাবেন 6.51-inch এর সুপার AMOLED ডিসপ্লে। প্রসেসর হিসাবে হয়তো থাকতে পারে Exynos 9611 সাথে 4GB RAM। স্টোরেজ হিসাবে হয়তো দুটো ভেরিয়েন্ট থাকবে 64GB এবং 128GB। যাই হোক এখানে পিছনে গ্লাস বডির উপরে চারচৌক ক্যামেরা থাকবে যার মধ্যে চারটি ক্যামেরা L আকারে সাজানো এবং সাথে একটি LED ফ্লাশ। যাদের মধ্যে প্রধান ক্যামেরা 48MP এর এবং সাথে 12MP ওয়াইড আঙ্গেল ক্যামেরা, 12MP টেলেফটো লেন্স এবং 5MP ডেপথ ক্যামেরা। সামনে পানচ হোল ডিসপ্লে এর মধ্যে ইন-ডিসপ্লে ক্যামেরা থাকবে।
এর মধ্যে পেয়ে যেতে পারেন Android 10 এর সাপোর্ট এবং সাথে 3.5mm এর হেডফোন জ্যাক। 4000mAh ব্যাটারির সাথে পেয়ে যাবেন USB Type C পোর্ট। এর পিছনে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই তার মানে আমরা এর মধ্যে পেয়ে যেতে পারি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আপাতত আর কোনো তথ্য এখানে নেই আসা করছি সামনের দিনে আরো তথ্য আমরা দিতে পারবো।