Vivo এর আরো একটি মিডরেঞ্জ স্মার্টফোন খুব তাড়াতাড়ি প্রকাশ পেতে চলেছে। S সিরিজ এর এই নুতুন স্মার্টফোন S5 অনেকদিন ধরেই বিভিন্ন geekbench সাইট এ প্রকাশ পাচ্ছে। তো আজকেও এর কিছু তথ্য আমাদের সামনে এসেছে যেখানে বেশ কিছু ফিচার্স আমাদের সামনে উঠে এসেছে। এমনকি একটি অফিসিয়াল ভিডিও প্রকাশ পেয়েছে।
যাই হোক এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন দুটো ভেরিয়েন্ট যেখানে শুধু মাত্র ক্যামেরার পার্থক্য থাকবে। মনে S5 এর একটি মডেল এর পিছনে থাকবে তিনটি রেয়ার ক্যামেরা আর একটির পিছনে থাকবে পাঁচটি ক্যামেরা। তিনটি ক্যামেরা ক্ষেত্রে থাকবে থাকবে 48MP এর প্রধান ক্যামেরা সাথে 8MP এবং 5MP এর দুটো লেন্স। আর পাঁচটা ক্যামেরা ভেরিয়েন্ট এর মধ্যে এগুলো ছাড়া আর দুটো ক্যামেরা অতিরিক্ত থাকবে 2MP এবং 5MP এর। কিন্তু দুটোতেই সামনে 32MP এর সেলফি ক্যামেরা পেয়ে যাবেন।
এছাড়াও এর মধ্যে পেয়ে যাচ্ছেন 6.44-inch এর HD+ নচ ডিসপ্লে। আর থাকছে Snapdragon 712 প্রসেসর সাথে 8GB RAM সাথে 128GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্ট। Android 9 এর পাশাপাশি এর মধ্যে থাকছে 4010mAh এর একটি ব্যাটারি। আর ছবি অনুযায়ী এর পিছনেও গ্লাস গ্রাডিয়ান্ট বডি থাকবে।
যাই হোক আর কোনো তথ্য আপাতত নেই তবে আশা করা যাচ্ছে যে কালকেই Vivo এই স্মার্টফোনকে প্রকাশ করতে পারে।