এই বছর থেকেই Samsung শুধুমাত্র ফ্ল্যাগশিপ নয় তার পাশাপাশি মিডরেঞ্জ এবং বাজেট স্মার্টফোনের উপরেও গুরুত্ব দিয়েছে। আর সেই কারণেই বাজারে প্রকাশ করেছিল Galaxy A এবং M সিরিজ। এবার এই সিরিজ কে বজায় রাখার জন্য Samsung বাজারে প্রকাশ করতে চলেছে তাদের A সিরিজ এর এক নুতুন মিডরেঞ্জ স্মার্টফোনSamsung Galaxy A51।
কিছুদিন আগেই একটি বেঞ্চমার্ক সাইট এ এর কিছু ফিচারস প্রকাশ পেয়েছিলো এবং আজকে ক্যামেরা ডিটেলস প্রকাশ পেলো যেখানে দেখা যাচ্ছে পিছনে চারটি রেয়ার ক্যামেরা থাকবে L সেপে। যার মধ্যে প্রধান হলো 48MP ক্যামেরা সঙ্গে থাকছে একটি 12MP আলট্রা ওয়াইড ক্যামেরা, একটি 12MP টেলিফোটো লেন্স এবং একটি 5MP লেন্স। সামনে একটি ওয়াটার ড্রপ নোটচ 32MP ক্যামেরা থাকবে 6.5-inches ডিসপ্লের সাথে। সঙ্গে থাকবে Exynos 9611 প্রসেসর সঙ্গে 4GB RAM এবং 64GB আর 128GB স্টোরেজ থাকবে।
এছাড়াও এর মধ্যে ডিডেটেড ডুয়াল সিম স্লট থাকবে সাথে পেয়ে যাবেন Android 10। শুধু তাই নয় এখানে আবার অডিও জ্যাক ও থাকছে USB Type C পোর্ট এর সাথে। যাতে করে আপনি ফাস্ট চার্জিং এর সুবিধা পেয়ে যাবেন। বাকি আগত তথ্যের জন্য আমাদের সাথে আপডেট থাকুন।