Xiaomi Mi CC9 Pro এর অনেক কিছু লিক বেরিয়েই চলেছে যেমন আগের দিনেই আমরা আপনাদের এর ক্যামেরা ডিটেলস এবং পিছনের ডিজাইনে নিয়ে বলেছি। আর আজকে সেই 108MP ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবির স্যাম্পেল এবং এর আরো কিছু ফিচারস আমাদের সামনে উঠে এসেছে।
প্রথমেই আসি এর ব্যাটারী তে যেখানে আপনি অবিশাস্য ভাবে একটি বিশাল 5260mAh এর ব্যাটারী পেয়ে যাচ্ছেন তাও আবার 30W ফাস্ট চার্জিং এর সাথে। যাতে করে আপনি আপনার ফোনের ব্যাটারী কে 100% চার্জ করতে পারবেন মাত্র 65 মিনিট এর মধ্যে। শুধু তাই নয় এই ব্যাটারির মধ্যে থাকছে স্মার্ট টেকনোলজি যাতে করে এ নিজে থেকেই চার্জ নেওয়া বন্ধ করে দেবে ফুল চার্জ হবার পর এমনকি যদি বেশি ভোল্টেজ যায় ভিতরে। যাতে করে আপনার ফোন সম্পূর্ণ ভাবে সুরক্ষিত থাকে।
বাকি স্পেসিফিকেশন্স এর মধ্যে আপনারা তো জানেন যে এর মধ্যে পাঁচটি ক্যামেরা থাকবে। এছাড়া আজকের ছবি অনুযায়ী এখানে একটি কার্ভড ডিসপ্লে থাকবে আর থাকবে তারই মাঝে ওয়াটার ড্রপ নোটচ ক্যামেরা। বাকি কোনো কিছু এখনো কন্ফার্ম নয় তবে কিছু কিছু এটির ক্যামেরা স্যাম্পল আমাদের হাতে এসেছে সেগুলো নিচে দেখে নিন যাতে করে আপনাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে এই 108MP ক্যামেরার উপর।