এবছরের শুরুতেই Samsung এর তরফ থেকে এসে গিয়েছিলো এদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Samsung Galaxy S10 এবং Samsung Galaxy S10+। আর এখন কিছুদিন ধরেই কোম্পানি এদের পরবর্তী মিডরেঞ্জ এবং Samsung Galaxy S10 এর ছোট ভার্সন Samsung Galaxy S10 Lite প্রকাশ করার প্ল্যান এ আছে। যাই হোক অনেক কিছু ছোট ছোট ফিচারস তো আমাদের হাত এ উঠে এসেছে কিন্তু কোনোটাই কন্ফার্ম ছিল না। আর ঠিক আজকেই এই ডিভাইস সরাসরি GEEKBENCH এর লিস্ট এর মধ্যে নিজের নাম লিখিয়ে নিলো।
শুধু তাই নয় এর কিছু কিছু ফিচারস ও আমাদের সামনে এলো যেগুলো মোটামুটি ভাবে কন্ফার্ম ধরা যেতে পারে। যেমন এর মধ্যে আপনি পেয়ে যেতে পারেন Android 10 এবং কোম্পানির নিজস্ব UI। যাই হোক এর মধ্যে থাকবে Snapdragon 855 প্রসেসর যার ফ্রিকোয়েন্সি 1.78 GHz। আর থাকছে একটি 8GB RAM। যদিও আসা করা যাচ্ছে যে এটি হবে এর টপ ভেরিয়েন্ট এবং বেস ভেরিয়েন্ট এর হয়তো 6GB RAM পেয়ে যাবেন।
বাকি কোনো ফিচারস এখনো অব্দি সঠিক ভাবে কন্ফার্ম নয় আর সেই কারণেই এখানে আমরা উল্লেখ করছি না। যদিও আসা করা যাচ্ছে যে এ বছরের শেষের দিকে এই স্মার্টফোন আমাদের হাতে এসে যেতে পারে। এই GEEKBENCH এর মধ্যে এই স্মার্টফোনের কোড নাম আছে SM-G770F।