আজকে আরো একটা লিক এর সাথে আমরা হাজির Samsung Galaxy Note 10 নিয়ে। আজকের কয়েকটা লিক এর মাধ্যমে আমরা আরো কয়েকটা তথ্য জানতে পেরেছি। আগের যে দুটো লিক ছিল সেখানে আমরা এই স্মার্টফোনের ক্যামেরা এবং কোনোরকমের হেডফোন জ্যাক বা কোনো বাটন থাকবে না বলে জানিয়েছিলাম।

আজকের লিক এর দ্বারা জানা যাচ্ছে যে Samsung Galaxy Note 10 এর মধ্যে হেডফোন জ্যাক না থাকলেও ফিজিক্যাল বাটন অবশ্যই থাকবে। তার মানে এর থেকে আমরা বুঝতে পারছি যে এই স্মার্টফোনের মধ্যে কোনো প্রেসার সেন্সর থাকছে না।
এবার আসি আরো একটা লিক এ যেটা আজকে Ice universe প্রকাশ করেছে। সেখানে একটা Leonardo da Vinci এর ছবি আছে যার উপর কিছু বাইনারি সংখ্যা লেখা আছে যেটাকে ডেসিমেলে করলে পাওয়া যায় 45। মানে যেহেতু এই স্মার্টফোনটির নাম Da Vinci এডিশন হচ্ছে সুতরাং এখানে হয়তো 45 মানে ফ্ল্যাগশিপ 45W ফাস্ট চার্জিং এর কথা বলা হয়েছে। এটা খুবই আকর্ষণীয় একটা ফিচারস। তার মানে আমরা ভাবতে পারি হয়তো 4,000 mAh এর বেশি ব্যাটারী পেয়ে যাবো।