কয়েকদিন ধরেই Samsung Galaxy Note10 নিয়ে অনেক গুজব বেরুচ্ছে। আমরাও কিছু কিছু লিক তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকেও আরো একটা তথ্য আমাদের সামনে উঠে এসেছে যেখানে OnLeaks এবং 91mobiles সম্মিলিত ভাবে একটি 360° ভিডিও প্রকাশ করেছে যেখানে এই স্মার্টফোনটির সম্ভাব্য ছবি দেখানো হয়েছে।

আমরা আগেও বলেছি যে এই স্মার্টফনের মধ্যে কোনো রকমের হেডফোন জ্যাক থাকছে না এখানেও সেটা স্পষ্ট, নিচের দিকে কেবল মাত্র একটি USB type-C পোর্ট রয়েছে আর স্পিকার। এছাড়াও থাকছে the S Pen। বাটন থাকছে বডি তে, পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। যদিও কোনোরকমের স্মার্ট কীয় বা Bixby বাটন থাকছে না। আর একটা তথ্য উঠে এসেছে যে এই স্মার্টফোনের টপ ভেরিয়েন্ট নাকি কোনোরকমের বাটন ছাড়া আসছে পারে যেটার কথা আমরা এর প্রথম লিক এ বলেছিলাম।
ক্যামেরার কোনো পরিবর্তন হচ্ছে না, পিছনে একইভাবে তিনটি রেয়ার ক্যামেরা থাকছে লম্বালম্বি ভাবে। আর সামনে থাকছে একটি মাত্র ইন-ডিসপ্লে ক্যামেরা। কার্ভড ডিসপ্লে থাকবে এবং বেজেলস খুব কম আর খুব পাতলা হতে পারে। আসা করা যাচ্ছে এই স্মার্টফোনটি xynos 9820 এবং Snapdragon 855 প্রসেসরের সাথে প্রকাশ পেতে চলেছে। এবং এর টপ ভেরিয়েন্ট এর মধ্যে থাকতে পারে 12GB RAM এর সাথে 512GB স্টোরেজ।
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না বডিতে সুতরাং এর মধ্যে ইনডিস্প্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। আপাতত এই কয়েকটি তথ্য আমাদের হাতে এসেছে, সামনে হয়তো আরো অনেক তথ্য আমাদের হাত এ আসবে। আগের লিক তেও আমরা জানতে পেরেছিলাম এটি মধ্যে 45W ফাস্ট চার্জিং থাকবে।