Samsung এখন নুতন Galaxy M সিরিজ এর উপর কাজ শুরু করেছে যার সর্ব প্রথম স্মার্টফোন Galaxy M30. এটি একটি মিডরেঞ্জ স্মার্টফোন হিসাবে বাজারে আসবে এবং অন্যান্য কোম্পানি যেমন Huawei, Xiaomi এর প্রতিযোগী হিসাবে দাঁড়াবে।

এই মিডরেঞ্জ স্মার্টফোনে হয়তো 6.38-inch Infinity U ডিসপ্লে থাকবে। পিছনে থাকছে 13MP+5MP+5MP এর তিনটি রেয়ার ক্যামেরা যেগুলো telephoto lens এবং portrait shots নিতে সাহায্য করবে। এছাড়াও সামনে আপনি পেয়ে যাচ্ছেন 16MP এর একটি সেলফি ক্যামেরা।
এছাড়া আর কোনো তথ্য নেই আমাদের কাছে তবে এই মাস এর মধ্যেই আমরা হয়তো জানতে পেরে যাবো বাকি ফীচার গুলো। কিন্তু ততদিন অব্দি অপেক্ষা করতে হবে.