Samsung তাদের আরো একটি M সিরিজ এর বাজেট স্মার্টফোন Galaxy M01s আজকে ভারতের বাজারে অফিসিয়ালি প্রকাশ করে দিলো। দেখে নেওয়া যাক এর ফিচার্স গুলো।
এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন 6.2-inch PLS TFT LCD Infinity-V ডিসপ্লে। ভিতরে থাকছে MediaTek Helio P22 প্রসেসর 650MHz IMG PowerVR GE8320 গ্রাফিক্স এর সাথে। মেমরি হিসাবে একটা অপসন পাবেন যেখানে থাকবে 3GB RAM এর সাথে 32GB স্টোরেজ। এছাড়াও ডেডিকেটেড ডুয়াল সিম এর পাশাপাশি এর মধ্যে পেয়ে যাচ্ছেন Android 9.0 Pie এর সাপোর্ট।
এই স্মার্টফোনের পিছনে থাকছে দুটি ক্যামেরা যার মধ্যে 13MP প্রধান প্রাইমারি ক্যামেরার সাথে 2MP ডেপ্থ ক্যামেরা। সামনে পেয়ে যাবেন ড্রপ নোটচ 8MP সেলফি ক্যামেরা। শুধু তাই নোই এই স্মার্টফোনের পিছনে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও পেয়ে যাবেন। আর থাকবে একটি 4000mAh এর ব্যাটারী।
Samsung Galaxy M01s এর ভারতের বাজারে মূল্য মাত্র 9999 টাকা। আপনি চাইলে এটিকে samsung এর অফ লাইন এবং অনলাইন যেকোনো স্টোরে থেকে কিনতে পারবেন Gray এবং Light Blue এই দুটো রঙের সাথে।