Xiaomi প্রকাশ করে দিলো Redmi K20 Pro এর একটা কমা ভার্সন Redmi K20 চীনের বাজারে। এটি একটি মিডরেঞ্জ স্মার্টফোন। দেখে নেওয়া যাক এর ফিচারস গুলো।

Redmi K20 এর মূল্য
Redmi K20 এর 64GB ভার্সন এবং 128GB ভার্সন এর মূল যথাক্রমে 1999 yuan (Rs. 20,000 approx.) এবং 2099 yuan(Rs. 21,000 approx.)। এটি স্মার্টফোনটি চীনের বাজারে পাওয়া যাবে June 6th থেকে। ভারতের বাজারে কবে আসবে এবং কি নাম এ আসবে তা এখনো জানা যায় নি।
Redmi K20 এর সম্পূর্ণ বিবরণী
Redmi K20 এর মধ্যে আপনি পেয়ে যাবেন 6.39-inch ফুল এইচডি+ 19.5:9 AMOLED HDR ডিসপ্লে সঙ্গে Corning Gorilla Glass 5 এর প্রটেকশন। ফোনটি চালিত হবে অক্টা কোর Snapdragon 730 প্রসেসর সঙ্গে Adreno 618 গ্রাফিক্স। দুটো মেমরি ভেরিয়েন্ট এ পেয়ে যাবেন এই স্মার্টফোন, একটায় 6GB RAM এর সাথে 64GB স্টোরেজ আর একটায় 6GB RAM এর সাথে 128GB স্টোরেজ। এর মধ্যে থাকবে Android 9.0 Pie।

রেয়ার এবং ফ্রন্ট আপ Redmi K20 Pro এর মতো একই। এর পিছনে থাকছে ওই একই 48MP+8MP +13MP এর তিনটি ক্যামেরা। সামনে থাকছে পপ-আপ 20MP ক্যামেরা। এই ফোনের মধ্যেও পেয়ে যাবেন ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডুয়াল সিম এর সাথে USB Type-C এর সাপোর্ট ও পেয়ে যাবেন। এছাড়াও থাকছে 4000mAh এর একটি ব্যাটারী সঙ্গে 18W এর ফাস্ট চার্জিং।