Realme এর প্রথম 5G স্মার্টফোন অনেক জল্পনা কল্পনার পর আজকে শেষমেশ ভারতের বাজারে প্রকাশ পেলো Realme X50 Pro 5G নামে। এর অনেক ফিচার্স নিয়ে আমরা আগেও অনেক আলোচনা করেছি তবে আজকে এটির একদন সম্পূর্ণ ফিচার্স দেখে নেবো।
Realme X50 Pro 5G এর বিস্তারিত বিবরণী
এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মধ্যে পেয়ে যাচ্ছেন 6.44-inch Full HD+ AMOLED ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস 5 এর সুরক্ষার সাথে। এর রিফ্রেশ রেট 90Hz থেকে 180Hz এর মধ্যে থাকবে। পেয়ে যাবেন একদন নুতুন ফ্ল্যাগশিপ Snapdragon 865 প্রসেসর Adreno 650 গ্রাফিক্স এর সাথে। শুধু তাই নোই এর অভ্যন্তরীণ উষ্ণতা কমানোর জন্য এর মধ্যে পেয়ে যাবেন পাঁচ দিকের Vapor Cooling সিস্টেম এবং অনেক গ্রাফাইট এর স্তর। এগুলো আপনার স্মার্টফোনের অতিরিক্ত উষ্ণতাকে বের করে দেবে। মেমরি হিসাবে তিনটি ভার্সন পাচ্ছেন 6GB এবং 8GB LPDDR5 RAM এর সাথে 128GB স্টোরেজ এবং 12GB LPDDR5 RAM এর সাথে 256GB স্টোরেজ।
ডুয়াল সিম এর পাশাপাশি এর মধ্যে পেয়ে যাচ্ছেন Android 10 এর সাপোর্ট। শুধু তাই নয় এর মধ্যে পেয়ে যাবনে দারুন অডিও সিস্টেম। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে যা ফোনটিকে 0.27 সেকেন্ড এর মধ্যে খুলে দিতে পারবে। আর পেয়ে যাবেন 4200mAh এর একটি ব্যাটারী 64W SuperDart ফাস্ট চার্জিং এর সাথে এবং 18W QC/PD চার্জিং এবং 30W VOOC 4.0 ফ্ল্যাশ চার্জ এর সাথে। এর পিছনেও থাকছে গ্লাস বডি কর্নিং গরিলা গ্লাস 5 এর সাথে।
ক্যামেরা হিসাবে এর মধ্যে পেয়ে যাবেন পিছনে চারটি রেয়ার ক্যামেরা যার মধ্যে 64MPপ্রধান রেয়ার ক্যামেরা সাথে পেয়ে যাবেন 12MP এর টেলিফোটো লেন্স, 8MP 119° আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP B&W ডেপ্ত সেন্সর। সামনে পেয়ে যাবেন পানচ হোল দুটো ফ্রন্ট ক্যামেরা যার মধ্যে একটি 32MP এর প্রধান সেন্সর এবং 8MP 105 ° আলট্রা ওয়াইড ক্যামেরা।
Realme X50 Pro 5G এর মূল্য
Realme X50 Pro 5G এর 6GB / 128GB, 8GB / 128GB এবং 12GB / 256GB স্টোরেজ ভার্সন এর মূল্য যথাক্রমে 37,999 টাকা, 39999 টাকা এবং 44,999 টাকা। আপনি সরাসরি Flipkart থেকে Moss Green এবং Rust Red রঙের সাথে এটিকে কিনতে পারবেন।