দুদিন আগেই Realme তাদের বাজেট স্মার্টফোন Realme C11 এর ভারতে প্রকাশ নিয়ে মন্তব্য করেছিল এবং আজকে প্রকাশ করে দিলো অফিসিয়ালি। আগের দিনেই এর বিস্তারিত ফিচার্স নিয়ে বলা হয়েছিল তবুও আপনাদের সুবিদার্থে আজকে আরো একবার আলোচনা করছি।
এখানে থাকছে একটি 6.52-inch mini-drop ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস 3+ এর সাথে। এটি চালিত হবে MediaTek Helio G35 প্রসেসরের দ্বারা। ভিতরে থাকবে 2GB RAM এর সাথে 32GB স্টোরেজ যা আপনি চাইলে 256GB অব্দি বাড়াতে পারবেন microSD কার্ড এর দ্বারা। Android 10 এর পাশাপাশি এর মধ্যে পেয়ে যাচ্ছেন ডুয়াল সিম এর সাপোর্ট। পিছনে থাকবে প্রধান 13MP সেন্সরের সাথে 2MP এর ডেপ্ত ক্যামেরা। আর সামনে 5MP এর সেলফি ক্যামেরা। এই মুলা মধ্যে উন্নত ফিচার্স হলো এই ডিভাইস P2i কোটিং যুক্ত স্প্ল্যাশ রেসিস্টেন্স। আর উল্লেখযোগ্য 5000mAh একটি শক্তিশালী ব্যাটারী পেয়ে যাবেন 10w ফাস্ট চার্জিং এর সাথে।
আপনি এই Realme C11 স্মার্টফোন সরাসরি 7499 টাকা মূল্যে Flipkart থেকে পাওয়া যাবে। এখানে আপনি Rich Green এবং Rich Gray এই দুটো রঙের সাথেই কিনতে পারবেন।