কথা তো অনেকদিন ধরেই চলছে এমনকি কি কি রং প্রকাশ পাবে সেটাও আমরা জানতে পেরেছিলাম কিন্তু জানতাম না কবে প্রকাশ পাবে। যাই হোক আজকে Realme X2 এর সাথে ভারতের বাজারে প্রকাশ করে দিলো Realme এর প্রথম ট্র্রু ওয়ারলেস এয়ারফোন Realme Buds Air।
প্রথমেই এখানে পেয়ে যাচ্ছেন Bluetooth 5.0 এর সাপোর্ট এবং AAC Audio Codec যা আপনার অডিও অনুভূতি কে হাজার গুনে বাড়িয়ে দেবে। এছাড়াও গেমারদের জন্য এনেছে R1 চিপ যা লাটেন্সি কে 50% কমিয়ে দেবে যাতে করে PUBG এর মত গেম খেলতে আপনাদের অসুবিধা না হয়।
এই হেডসেট ওয়ারলেস চারজিং সাপোর্ট করে এবং এর মধ্যে AI Infrared সেন্সর আছে যা হেডফোনকে সরাসরি নিজে থেকে কানেক্ট এবং ডিস কানেক্ট হবে। যেমন আপনি কান থেকে খুলে নিলে মিউজিক নিজে থেকেই বন্ধ হয়ে যাবে আবার বাডস এর ঢাকা খুললেই ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে। এয়ারবাড্স এর মধ্যেও টাচ কন্ট্রোল থাকবে যার দ্বারা কল কন্ট্রোল, মিউসিক কন্ট্রোল এমনকি গুগল অ্যাসিস্ট্যান্স কেও এক্টিভেট করতে পারবেন। ডুয়াল মাইক্রোফোন যা আপনাকে আরো ভালো ভাবে প্রচুর আওয়াজের মধ্যেও কথা বলতে সাহায্য করবে।
এর মধ্যে যা ব্যাটারী থাকবে তা আপনাকে 17 ঘন্টা অব্দি টানা চালাতে দেবে বাক্স এর সাথে। সাথে আবার 10W Qi ওয়্যারলেস চার্জিং পেয়ে যাবেন। Black, White এবং Yellow রং এর সাথে Realme Buds Air ভারতের বাজারে মাত্র 3999 টাকায় সরাসরি Flipkart থেকে কিনতে পারবেন।