Realme এর এবছরের প্রথম স্মার্টফোন Realme 5i খুব তাড়াতাড়ি প্রকাশ পেতে চলেছে এমনকি সেই তারিখটাও কোম্পানি জানিয়েছে। সামনের জানুয়ারির 6 তারিখে প্রকাশ পাবে। এর কিছু ফিচার্স ও আমাদের কাছে এসেছিলো কিন্তু আজকে Geekbench এর মধ্যে এর কিছু ফিচার্স আজকে অন্তর্ভুক্ত হলো।
যেমন এখানে আপনি পেয়ে যাচ্ছেন Snapdragon 665 প্রসেসর। সঙ্গে পেয়ে যাবেন 4GB RAM। হ্যান্ডসেট টির সাথে আপনি প্রথমেই পেয়ে যাবেন Android Pie ColorOS 6 এর সাথে। এছাড়াও আগের কিছু লিক অনুযায়ী আমরা পেয়ে যেতে পারি 64GB স্টোরেজ যা microSD কার্ড দিয়ে বাড়ানো যাবে। আসা করা যাচ্ছে ডেডিকেটেড ডুয়াল সিম স্লট থাকবে সাথে 3.5mm এর হেডফোন জ্যাক। যে পিকচার প্রকাশ পেয়েছে সেখানে দেখা যাচ্ছে পিছনে চারটি রেয়ার ক্যামেরা থাকবে যার মধ্যে প্রধান হলো 12MP সেন্সর, সঙ্গে 8MP 118° আলট্রা ওয়াইড ক্যামেরা, একটি 2MP ডেপ্থ ক্যামেরা এবং একটি 2MP ম্যাক্রো সেন্সর। সামনে থাকতে পারে 8MP ড্রপ নোচ সেলফি ক্যামেরা। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে পিছনে এবং থাকতে পারে একটি 5000mAh ব্যাটারী 10W ফাস্ট চার্জিং এর সাথে।
Realme এর এই নুতুন মিডরেঞ্জ Realme 5i এর আর কোনো তথ্য আপাতত নেই তবে সামনের সপ্তাহে আমরা এটিকে দেখতেই পাবো এবং তথনই দেখা যাবে যে কি কি ফিচার্স এর আসছে ফাইনালি।