Qualcomm বলে দিয়েছে খুব তাড়াতড়ি তারা তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ প্রসেসর Snapdragon 865 রেডি করে ফেলেছে লঞ্চ এর জন্য। কিন্তু ঠিক তার আগেই একটা তথ্য আমাদের কাছে এসেছে যে Snapdragon 865 এর দুটি ভারিয়ান্টস আসবে। একটার মধ্যে X55 5G মডেম থাকবে আর একটা নরমাল আসবে। যদিও কোম্পানি বলেছে যে যেটার X55 5G থাকছে না সেটার মধ্যে পরে এক্সটার্নাল মডেম লাগানো যাবে।

কোম্পানির পক্ষ থেকে আরো জানা যাচ্ছে যে এই বছরের শেষের দিক করে এটা প্রকাশ পাবে। এবং সর্বনিম্ন LPDDR5X RAM এর সাপোর্ট এর সাথে আসবে। তাই এটা আসা করে যায় যে এ বছরের শেষের দিকে বা পরের বছরের প্রথমের দিকে যে সমস্ত ফ্ল্যাগশিপ স্মার্টফোন গুলো প্রকাশ পাবে তাদের মধ্যে হয়তো আমরা এই প্রসেসর দেখতে পাবো।
আরো একটা জিনিস যেটা হলো এই প্রসেসর এর আকার খুব ছোট এবং যেহেতু X55 5G ভিতরে থাকছে তাই এই স্মার্টফোনের মধ্যে অনেকটা বেশি জায়গা পাওয়া যাবে যাতে অন্যান্য ফীচার গুলো বাড়ানো যেতে পারে যেমন ব্যাটারী, ক্যামেরা ইত্যাদি। আর একটা ব্যাপার যেটা হলো এই দুটো ভারিয়ান্টস এর মধ্যে একটা X55 5G মডেম ছাড়া আসছে সুতরাং আসা করা যাচ্ছে এই ভেরিয়েন্টস এর মাধ্যমে আমরা তুলনামূলক কম টাকায় ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেয়ে যাবো।