অগাস্ট এর 7th স্যামসুং অফিসিয়ালি প্রকাশ করতে চলেছে তাদের নুতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy Note 10 এবং Galaxy Note 10+। যদিও এই তথ্য কারোর কাছে অজানা নয় কারণ কয়েক মাস ধরেই এটাকে নিয়ে অনেক আলোচনা এবং অনেক লিক প্রকাশ পেয়েছে। তারই মধ্যে আজকে একটা অফিসিয়াল প্রেস ছবি প্রকাশ পেলো যেটা অরিজিনাল। এই ছবির দ্বারা দেখানো হয়েছে যে ফোনটি কেমন দেখতে এবং কিকি রং এ আসবে।
ছবির তে দেখা যাচ্ছে আপাতত দুটি ভারিয়ান্টস থাকবে একটা আসবে Black-Silver Prism রং এ যার মধ্যে কোনো S-Pen থাকবে না। আর একটায় dark blue এবং Black রং এ আসবে এবং এটির মধ্যে S-Pen স্টাইলাস থাকবে। বাকি সমস্ত স্পেসিফিকেশন্স এর মধ্যে সব কিছুই আগের লিক এ কন্ফার্ম ছিল। যেমন সামনে স্ক্রিন হোল ক্যামেরা ডিসপ্লে থাকবে। পিছনে ওই একই চারটি রেয়ার ক্যামেরা থাকবে লম্বালম্বি ভাবে। জায়গা অনুযায়ী হয়তো Snapdragon 855 আর নয়তো Exynos 9825 প্রসেসর এর সাথে আসতে পারে। মেমরি হিসাবে হয়তো পেয়ে যেতে পারেন 8GB RAM এর সাথে 128GB স্টোরেজ। আর হয়তো পেতে পারেন 6.75-inch QHD+ Super AMOLED ডিসপ্লে।
ক্যামেরা সম্বন্ধে এখনো সঠিক ভাবে কিছু বলা হয়নি তবে পিছনে তিনটির মধ্যে একটি 3D ToF ক্যামেরা থাকার সম্ভাবনা অনেক। সঙ্গে LED ফ্ল্যাশ। সামনে punch হোল ক্যামেরা থাকবে একদম মাঝে। আর ক্যামেরা টা হয়তো 10MP ক্যামেরা ডুয়াল PDAF এর সাথে। পেয়ে যেতে পারেন 4500mAh এর ব্যাটারির সঙ্গে 25W এর ফাস্ট চার্জিং। আর ট্রেডিশন অনুযায়ী IP68 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্টেন্স থাকবে। বাকি খবর অগাস্ট এর 7th এ পেয়ে যাবেন।