Oppo তাদের নুতুন মিডরেঞ্জ 5G স্মার্টফোন A72 5G আজকে Geekbench নামক একটি বেঞ্চমার্ক সাইট এর মধ্যে PDYM20 মডেল নামে অন্তর্ভুক্ত হলো। এই বেঞ্চমার্ক এর তালিকার মধ্যে এই স্মার্টফোনের কিছু গুরুত্বপূর্ন ফিচার্স ও দেখা গেলো। যেমন এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 6.5-inch 90Hz ডিসপ্লে। প্রসেসর হিসাবে থাকবে MediaTek’s MT6853 প্রসেসর যা স্বভাবতই নুতুন আসা Dimensity 720 প্রসেসর হতে পারে। মোট তিনটি মেমোরি ভেরিয়েন্ট এর সাথে আসবে এই স্মার্টফোন 4GB, 6GB এবং 8GB RAM।
এই স্মার্টফোনের লিক যে পিকচার সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে সামনের বাঁ দিকের কোন থাকবে একটি পানচ হল সেলফি ক্যামেরা যেটা হয়তো 8MP এর হতে পারে। পিছনে থাকতে পারে তিনটি রেয়ার ক্যামেরা একটি LED ফ্ল্যাশ এর সাথে। যেখানে হয়তো 16MP প্রধান ক্যামেরার সাথে 8MP এবং 2MP এর আরো দুটো ক্যামেরা থাকবে। এছাড়াও এর বডির পশে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর হয়তো পেয়ে যেতে পারেন একটি 4,040 mAh এর ব্যাটারী 18W ফাস্ট চার্জিং এর সাথে।