realme কিছুদিন আগেই তাদের প্রথম True Wireless Earbuds প্রকাশ করার কথা জানিয়েছিল এবং সামনের সপ্তাহেই তারা এটি প্রকাশ করতে চলেছে। আর আজকে OPPO তাদের নুতুন এবং প্রথম True Wireless Earbuds Enco Free প্রকাশ করতে চলেছে। যদিও তারিখ এখনো সঠিক ভাবে জানায় নি তবে যেহেতু সামনের ডিসেম্বরের 26 তারিখে তারা তাদের নুতুন Reno3 সিরিজ এর কিছু স্মার্টফোন প্রকাশ করতে চলেছে সেই কারণে আসা করা যাচ্ছে যে ওই দিনেই তারা এই Enco Free True Wireless Earbuds প্রকাশ করে দেবে।
এই Earbuds গুলো দেখতে একদম realme এয়ারবাড্স এর মতনই। শুধুমাত্র রং আলাদা আলাদা। যেমন এখানে আপনি পেয়ে যাবেন White, Black এবং Pink এই তিনটি রঙে আর realme এয়ারবাড্স এর মধ্যে থাকবে White এবং Black এর সাথে yellow রং এর ভেরিয়েন্ট। যে ছবি আজকে দেখা যাচ্ছে যেখানে Earbuds এর বাক্স এর উপরেই OPPO এর লোগো আছে এমনকি প্রতিটা এয়ারবাড্স এর উপরেও এই একই লোগো থাকবে মাইক্রোফোন এর সাথে। যদিও কোম্পানি কোনোরকমের ফিচারস জানায় নি তবে আসা করা যাচ্ছে যে এয়ারবাড্স এর মধ্যে টাচ কন্ট্রোল থাকবে যার দ্বারা আপনি মিউসিক চালানো বন্ধ করা, ভলিউম কন্ট্রোল করা এমনকি কল ধরার পাশাপাশি Google Assistant এর একসেস।
যাই হোক আর কোনো তথ্য আমাদের কাছে নেই। কি রকম হবে এয়ারবাড্স, কতোই বা দাম হবে এটি এমনকি কবে সঠিক ভাবে প্রকাশ পাবে সে বিষয়ে কোনো রকমের তথ্য নেই। যদিও আপনি হয়তো Bluetooth 5.0 এর সাপোর্ট পেয়ে যেতে পারেন।