কিছুদিন আগেই Realme তাদের প্রথম True Wireless Earbuds প্রকাশ করেছিল আর এখন Oppo। আজকে Reno সিরিজ এর সাথে বাজারে নিয়ে এলো তাদের প্রথম True Wireless Earbuds এবং কিছু ইউনিক ফিচার্স এর সাথে Oppo Enco Free এয়ারবাড্স।
ডিজাইনের দিক থেকে এই এয়ারবাড্স Realme এবং Apple এর এয়ারবাড্স এর মতোই দেখতে কিন্তু ফিচার্স অনেকটাই আলাদা কারণ এর মধ্যে কিছু ইউনিক ফিচার্স দেওয়া হয়েছে যা বিশ্ববাজারে প্রথম। Bluetooth 5.0 কানেক্টিভিটি র সাথে আপনি Android এবং iOS যেকোনো স্মার্টফোনের সাথে কানেক্ট করতে পারবেন। এয়ারবাড্স গুলোর গায়ে টাচ কন্ট্রোল আছে যার দ্বারা আপনি মিউসিক, ভলিউম এবং গান শুরু বন্ড করা এমনকি কল ধরতে এবং কাটতে পারবেন। Infrared sensor এখানে AI এর মতো কাজ করবে যার ফলে আপনি এই এয়ারবাড্স কানে পড়লেই ও অন হয়ে যাবে এবং কান থেকে খুললেই অফ হয়ে যাবে। এটা পৃথিবীর প্রথম স্মার্টফোন যা ultra dynamic স্পিকার এর সাথে ম্যাগনেটিক সার্কিট ডিজাইন ব্যবহার করেছে যার ফলে এখানে আপনি high-end অডিও পেয়ে যাবেন। এমনকি aluminum-magnesium-titanium এর মিশ্রনে তৈরি পর্দা ব্যবহার করা হয়েছে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড এর জন্য।
ডুয়াল মাইক্রোফোন এবং AI এর দ্বারা আপনি অসাধারণ কল কোয়ালিটি পেয়ে যাবেন। AI noise reduction ফিচার্স এর পাশাপাশি এটি IPX4 রেটিংস এর ডাটা ওয়াটার রেসিস্টেন্স। যে কেস এর মধ্যে এয়ারবাড্স গুলো থাকবে সেটির ব্যাটারী 410mAh এর এবং এক একটি এয়ারবাড্ এর মধ্যে 31mAh করে ব্যাটারী থাকবে যা 5 ঘন্টা অব্দি নন-স্টপ চলবে। কেস টি চার্জ হতে সময় নেবে 110 মিনিট এবং এয়ারবাড্স গুলো 70 মিনিট সময় নেয়।
OPPO Enco Free চীনের বাজারে মূল্য 699 yuan এবং Black, White এবং Pink রঙের সাথে ডিসেম্বর এর 31 তারিখ থেকে পাওয়া যাবে। ভারতের বাজারে কবে আসবে তার কোনো খবর নেই তবে এখানে এলে এর মূল্য 7000 টাকার মতো হবে।