ইন্দোনেশিয়ার বাজারে কিছুদিন আগে প্রকাশ পাওয়া Oppo A31 স্মার্টফোন আজকে ভারতের বাজারে প্রকাশ পেয়ে গেল অফিসিয়ালি। দেখে নিন এর ফিচার্স গুলো।
Oppo A31 এর বিস্তারিত বিবরণী
এর মধ্যে পেয়ে যাবেন 6.5-inch এর HD+ ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস 3 এর সুরক্ষার সাথে। আর থাকবে MediaTek Helio P35 প্রসেসর PowerVR গ্রাফিক্স এর সাথে। ভিতরে থাকবে দুটো মেমোরি ভেরিয়েন্ট; 4GB RAM এর সাথে 64GB স্টোরেজ এবং 6GB RAM এর সাথে 128GB স্টোরেজ। যা 256GB বাড়ানো যাবে microSD কার্ড এর দ্বারা। ডেডিকেটেড ডুয়াল সিম এর সাথে থাকবে Android 9 এর সাপোর্ট।
পিছনে থাকবে তিনটি রেয়ার ক্যামেরা যার মধ্যে প্রধান 12MP এর লেন্স এর সাথে 2MP এর ডেপথ ক্যামেরা এবং 2MP এর ম্যাক্রো লেন্স। সামনেও থাকবে একটি ওয়াটার ড্রপ 8MP এর ফ্রন্ট ক্যামেরা। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি থাকবে পিছনে এবং পেয়ে যাবেন 3.5mm এর হেডফোন জ্যাক। আর থাকবে 4230mAh এর একটি ব্যাটারি।
Oppo A31 এর মূল্য
Oppo A31 এর 4GB RAM এবং 6GB RAM ভার্সন এর মূল্য যথাক্রমে 11,490 টাকা এবং 13,990 টাকা। আপনি ফেব্রূয়ারির 29 তারিখ থেকে সরাসরি বিভিন্ন দোকান থেকে Mystery Black এবং Fantasy White রঙের সাথে পেয়ে যাবেন।