অদ্ভুত এবং একদম নুতন দুটো রং এর সাথে প্রকাশ পেলো Realme X এর আরো দুটো ভেরিয়েন্টস। অফিসিয়ালি আগের মাসেই প্রকাশ পেয়েছিলো এই স্মার্টফোনটি। Onion এবং Garlic White এই রং এর সাথে আগত এই ভেরিয়েন্টস এর মধ্যে থাকবে বেশি RAM এবং বেশি স্টোরেজ। কত এখনো স্পষ্ট নয়।

এই দুটি অদ্ভুত রং এর পিছনে হাত আছে একজন জাপানি ডিসাইনার এর Naoto Fukasawa। এই দুটো ডিসাইন অফিসিয়াল সাইট এ আজকেই এসে গেছে এবং 27 এ জুন থেকে এটা সবাই কিনতে পারবেন।

RAM আর স্টোরেজ বাদ এ বাকি সমস্ত ফিচারস একই। মানে এর মধ্যেও ওই একই Snapdragon 710 প্রসেসর, 6.53-inch ডিসপ্লে, 8GB RAM, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর 3765mAh এর একটি ব্যাটারি সঙ্গে VOOC 3.0 ফাস্ট চার্জিং। আগের গুলোর মূল্য ছিল 20000 টাকার মধ্যেই। এবার এই দুটো ভেরিয়েন্টস এর মূল্য যে একই থাকবে না বাড়বে সেটা কিছুদিনের মধ্যেই জানা যাবে। Realme আবার একটা 64MP ক্যামেরা যুক্ত স্মার্টফোন আনতে চলেছে।