Samsung এর পরবর্তী ফোল্ডাবেল স্মার্টফোনে কথা অনেক দিন ধরেই চলছে এবং কিছুদিন আগেই আমরা আপনাদের কে এই স্মার্টফোনের সম্পর্কে কিছু তথ্য প্রদান করেছিলাম। যেখানে বলা ছিল এটি লম্বালম্বি ভাবে ফোল্ড হবে কিন্তু আজকে দেখা যাচ্ছে এটি আগের মডেল এর মতোই একটি রকম ভাবে ফোল্ড হবে। আর আজকে অফিসিয়ালি এই Samsung W20 5G স্মার্টফোন টি TENAA তে যুক্ত হলো এবং সাথে কিছু ফিচারস। যাই হোক এই লিক এর দ্বারা আমরা এর একটি অফিসিয়াল চিত্র দেখতে পাচ্ছি যেখানে 4.6-inch এর ডিসপ্লে পেয়ে যাবেন একটি অংশে মানে যখন খুলবেন এই ডিসপ্লে দ্বিগুন হয়ে যাবে।
সামনে ডিসপ্লের উপরে থাকবে নোটচ ফ্রন্ট ক্যামেরা এবং পিছনে পেয়ে যাবেন চারটি রেযার ক্যামেরা সঙ্গে LED ফ্ল্যাশ। ফোনটির ডান দিকের একটি অংশে থাকবে পাওয়ার বাটন, ভলিউম বাটন এবং আরো একটি বাটন। এবং আর এক অংশে থাকবে সিম ট্রে। নিচের দিকে চার্জিং পর USB Type C পোর্ট পেয়ে যাবেন। আর পেয়ে যেতে পারেন একটি 4135mAh এর ব্যাটারী।
আগের লিক অনুযায়ী এর মধ্যে থাকতে পারে লেটেস্ট Exynos 990 5G প্রসেসর অথবা Snapdragon 855+ প্রসেসরের সাপোর্ট। এমনকি এই স্মার্টফোন কে আপনি 180 ডিগ্ৰী অব্দি যে কোনো পজিশন এ ব্যবহার করতে পারবেন। যাই হোক এই মোটামুটি তথ্য আমাদের কাছে আছে। আর বিশেষ কোনো তথ্য আপাতত আসে নি তবে আসা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি আমরা এই স্মার্টফোন এর বাকি ফিচারস দেখতে পাবো।