Nokia 210 ফীচার ফোন প্রকাশ হয়ে গেলো

0

HMD Global স্মার্টফোনের পাশাপাশি Nokia 210 নামক ফিচারস ফোন ও বের করে দিলো যদিও এতে কোনো 4G এর সাপোর্ট থাকবে না। এই ফোনটি কোড নাম হলো “Put the internet in your pocket”.

এই ফিচারস ফোন থাকছে 2.4-inches QVGA ডিসপ্লে এবং MediaTek MT6260A প্রসেসর। ডুয়াল সিম এর সাপোর্ট থাকছে আর ইনবিল্ড গেম এবং আপস এর সাথে আসছে এই ফোন 16MB মেমরির সাথে আগত এই ফোন থাকবে VGA রেয়ার ক্যামেরা LED flash এর সাথে।

এর মধ্যে BL-5C 1020 ব্যাটারী থাকবে যেটা 18 ঘন্টা অব্দি কথা বলার সময় দেবে। Charcoal, Red এবং Grey রং এর সাথে আগত এই স্মার্টফোনের মূল্য $35 এবং ভারতে মূল্য হবে 2500 টাকার মধ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here