কম স্পেসিফিকেশন যুক্ত স্মার্টফোনের জন্য PUBG কর্পোরেশন কিছু মাস আগে PUBG Mobile Lite Beta প্রকাশ করেছিল ভারতের বাজারে। কিছুদিন আগেই এটিকে ফুল ভার্সন করা হয়েছে এবং সেখানে একটি ম্যাপ লক অবস্থায় রাখা ছিল। আজকে এই কোম্পানি এর আরো একটি নুতুন ভার্সন প্রকাশ করে দিলো যার মধ্যে এই নুতুন ম্যাপটি আত্মপ্রকাশ হলো এবং এটির নাম Golden Woods ম্যাপ।
এই নুতুন ভার্সন 0.14.1 এর মধ্যে এই নুতুন ম্যাপ টি আর কিছু নয়, আরো একটি নুতুন ব্যাটেল গ্রাউন্ড নুতুন স্টাইল এ। যেখানে একটি ছোট্ট শহরের মধ্যে অনেক অনেক লুট করে তাড়াতাড়ি মারতে হবে এবং অনেক নুতুন অস্ত্র পেয়ে যাবেন। এছাড়াও এই আপডেট এর মধ্যে নুতুন সেসন্স শুরু হচ্ছে। আবার নুতুন রাঙ্ক শুরু হবে। নুতুন নুতুন ডেইলি চ্যালেঞ্জ থাকবে। নুতুন কিছু অস্ত্র এর মধ্যে এসেছে যেমন PP-19 sub-machine gun, QBZ এবং QBU DMR rifle। শুধু তাই নয় নুতুন একটি দ্রুত গতি সম্পন্ন গাড়ি দেওয়া হয়েছে UAZ। তাহলে আর কি ঝটপট আপডেট করে ফেলুন এবং এই নুতুন ভার্সন এর আনন্দ উপভোগ করুন।