G সিরিজ এর আরো একটি স্মার্টফোন প্রকাশ করে দিলো Moto G8 Plus নামে ভারতের বাজারে। এটি একটি মিডরেঞ্জ স্মার্টফোন যেটা অনেকদিন ধরে আমাদের সামনে উঠে আসছিলো। দেখে নেওয়া যাক এর সম্পূর্ণ ফীচার গুলো।
Moto G8 Plus এর বিস্তারিত বিবরণী
এর মধ্যে থাকছে একটি 6.3-inch Full HD+ LCD ওয়াটার ড্রপ নোটচ ডিসপ্লে। চালিত হবে Snapdragon 665 প্রসেসর এবং Adreno 610 গ্রাফিক্স এর সাথে। মেমরি হিসাবে আপনি পেয়ে যাবেন 4GB LPDDR4x RAM এর সাথে 64GB স্টোরেজ যেটি সর্বাধিক 512GB অব্দি বাড়ানো যেতে পারে microSD কার্ড এর দ্বারা। হাইব্রিড ডুয়াল সিম এর সাথে এর মধ্যে আপনি পেয়ে যাবেন Android 9.0 এর সুবিধা। শুধু তাই নয় Android 10 ও খুব তাড়াতাড়ি এর মধ্যে এসে যাবে এবং আগামী দু বছর অব্দি সিকিউরিটি প্যাচ আপডেট পাবেন।
প্লাষ্টিক বডির উপরে থাকছে তিনটি রেয়ার ক্যামেরা যার মধ্যে থাকবে একটি 48MP এর প্রধান ক্যামেরা, একটি 16MP 117 ডিগ্রি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি 5MP ডেপ্ত ক্যামেরা laser auto focus এর সাথে। সামনে পেয়ে যাবেন একটি 25MP কুইক পিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফিগারপ্রিন্ট সেন্সরটি থাকবে পিছনে Moto লোগোর উপরে। এছাড়াও থাকবে একটি শক্তিশালী 4000mAh এর ব্যাটারী 15W TurboPower আলট্রা ফাস্ট চার্জিং এর সাথে এবং আপনি একটি চার্জ এ 40 ঘন্টা অব্দি চলবে।
Moto G8 Plus এর মূল্য
Moto G8 Plus এর ভারতের বাজারে 13,999 টাকা এবং Cosmic Blue এবং Crystal Pink দুটো রং এর সাথে আসবে। এ মাসের শেষ থেকে আপনি সরাসরি Flipkart থেকে কিনতে পারবেন।