Poco তাদের আরো একটি মিডরেঞ্জ স্মার্টফোন আজকে ভারতের বাজারে প্রকাশ করে দিলো POCO M2 Pro নামে। যদিও এই স্মার্টফোন এবং ফিচার্স দেখলে আপনার এটা হয়তো Redmi Note 9 Pro এর রিব্রান্ডিং। যাই হোক দেখে নিই এর ফিচার্স গুলো।
এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন একটি 6.67-inch Full HD+ LCD Dot ডিসপ্লে যা কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রটেকশন এর সাথে থাকবে। পেয়ে যাবেন Snapdragon 720G প্রসেসর Adreno 618 গ্রাফিক্স এর সাথে। মেমরি হিসাব তিনটি ভার্সন থাকবে 4GB এবং 6GB RAM এর সাথে পেয়ে যাবেন 64GB স্টোরেজ এবং 6GB RAM এর সাথে 128GB যা সর্বোচ্ছ 256GB অব্দি বাড়ানো যাবে microSD কার্ড এর দ্বারা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর মধ্যে থাকছে ডেডিকেটেড ডুয়াল সিম স্লট Android 10 এর সাথে।
পিছনে থাকছে চারটি রেয়ার ক্যামেরা যার মধ্যে প্রধান হলো 48MP Samsung ISOCELL ক্যামেরা, সঙ্গে একটি 8MP 119° আলট্রা ওয়াইড লেন্স, একটি 5MP ম্যাক্রো ক্যামেরা এবং একটি 2MP ডেপ্ত ক্যামেরা। সামনে পেয়ে যাবেন 16MP এর একটি ফ্রন্ট ক্যামেরা। P2i স্প্ল্যাশ রেসিস্টেন্স যুক্ত বডির পশে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর থাকছে একটি 5000mAh এর ব্যাটারী 33W ফাস্ট চার্জিং এর সাথে।
POCO M2 Pro এর 4GB / 64GB, 6GB / 64GB এবং 6GB / 128GB স্টোরেজ এর মূল্য যথাক্রমে 13,999 টাকা, 14,999 টাকা এবং 16999 টাকা। আপনি ভারতের বাজারে Blue, Green এবং Greener রঙের সাথে Flipkart থেকে পেয়ে যাবেন।