Mi Smart Bedside Lamp 2 শেষমেশ আজকে ভারতের বাজারে প্রকাশ পেলো যার ওয়ারেন্টি 11 বছরের। লিমিটেড এডিশন এর এই ল্যাম্প সরাসরি mi.com থেকে কিনতে পারবেন। এই ল্যাম্প নিজ্বস এপ্লিকেশন এর মাধ্যমে কন্ট্রোল হবে যেখানে যেকোনো ডিভাইস থেকে কন্ট্রোল হবে যেমন Amazon Alexa, Google Assistant এমনকি Apple HomeKit থেকে। 16 লক্ষ এর বেশি রং এর সাথে আসবে এই ল্যাম্প যেখানে উষ্ণতা 1700k থেকে 6500k এর মধ্যে হবে।
সরাসরি Wi-Fi দ্বারা কন্ট্রোল করা যাবে। এই ল্যাম্প এর পশে একটি টাচ কন্ট্রোল প্যানেল আছে যাতে করে আপনি ল্যাম্প এর বডি তেও কন্ট্রোল করতে পারেন। এর দ্বারা আপনি রং চেঞ্জ করতে পারবেন জোরে চাপ দিয়ে। স্লাইডার এর দ্বারা আপনি ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন। এমন ভাবে এই ল্যাম্প বানানো হয়েছে যাতে আপনার দরকার মতো এই ল্যাম্প এর এল নির্ধারণ করতে পারেন। আপনার মুড অনুযায়ী আপনি রং নির্ধারণ করে রিলাক্স হতে পারবেন। এমনকি এই Mi Home App এর মধ্যে আরো অনেক রকমের অপসন পেয়ে যাবেন। সবচেয়ে বড়ো জিনিস হলো 11 বছরের ওয়ারেন্টি পাবেন প্রতিদিন 6 ঘন্টা করে ব্যবহার করলে।
মাত্র 2000 টি ইউনিট ভারতের বাজারে এসেছে মাত্র 2299 টাকা মূল্যে যদিও এর নরমাল মূল্য 2499 টাকা। Mi Smart Bedside Lamp 2 সরাসরি mi.com থেকে ডিসেম্বর এর 3 তারিখ থেকে পাওয়া যাবে।