Xiaomi শেষমেশ ভারতের বাজারে প্রকাশ করেই দিলো তাদের একদম নুতুন এবং দারুন ফিচার্স এর সাথে Mi Dual Driver In-ear এয়ারফোন। 1000 টাকার মধ্যে Xiaomi এর যে সমস্ত তার যুক্ত এয়ারফোন আছে তাদের মধ্যে এটা সবচেয়ে সুন্দর। কারণ এতো কম মুলা মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন একটি সলিড এয়ারফোন।
প্রথমেই এর Dual Dynamic ড্রাইভার যা আপনাকে চূড়ান্ত সাউন্ড কোয়ালিটি দেবে সাথে দেবে দারুন ব্যাস। সুহাদ তাই নোই এই হেডফোন খুব ভালো জিনিস দিয়ে তৈরি। এখানে থাকছে অ্যালুমিনিয়াম এর স্পিকার এবং 1.25m braided cable। যাতে করে আপনি পকেট এবং বাগে রাখলে এটি জট পাকিয়ে যাবে না। খুব নরম এয়ারপ্লাগস যা অনেক্ষন অব্দি কানে পরে থাকলেও কোনো রকমের সমস্যা হবে না। passive noise cancellation এর সুবিধা আছে সেই কারণে কোনো যানজট এলাকাতেও আপনি বাইরের থেকে কোনো রকমের শব্দ পাবেন না। এছাড়াও এয়ারবাড্স গুলোর পিছনে ম্যাগনেট লাগানো আছে যাতে করে আপনি গলার মধ্যে এটিকে আটকে রাখতে পারবেন। খুব হালকা এই এয়ারফোন একদম স্ক্র্যাচ লাগতে দেবে না। এর বডি তে তিনটি সুইচ পেয়ে যাবেন মিউসিক এবং ভলিউম কন্ট্রোল করার জন্য। গেমারদের কথা চিন্তা করে এই হেডফোনের জ্যাককে পুরো 90° কোনে রাখা রয়েছে।
Mi Dual Driver In-ear এয়ারফোন ভারতের বাজারে পাওয়া যাবে মাত্র 799 টাকায়। আপনি চাইলে সরাসরি mi.com থেকে কালো এবং নীল রঙের সাথে কিনতে পারবেন।