Linksys এই কিছুদিন আগেই Belkin International এবং Foxconn Interconnect Technology (FIT) এর সাথে যুক্ত হয়েছে। আর সেই কারণেই তারা তাদের নুতুন Velop WiFi 6 AX 5300 4×4 Mu-Mimo Mesh Router ভারতের বাজারে অফিসিয়ালি প্রকাশ করে দিলো এই মাসের 10 তারিখে।

আমরা জানি যে টেকনোলজি খুব তাড়াতাড়ি প্রগতিশীল হচ্ছে আর সেই কারণে ইন্টারনেট এর স্পিড এর সাথে তাদের ফিচার্স ও অনেক বেশি আপগ্রেড হচ্ছে। এখন নুতুন অনেক স্মার্টফোনের মধ্যেই আপনি একদম অত্যাধুনিক WiFi 6 এর সাপোর্ট দিচ্ছে সুতরাং আপনার Ethernet এর গতি বাড়ানোর জন্য আপনাকে একদম অত্যাধুনিক WiFi 6 যুক্ত Router এর দরকার। তাই Linksys অফিসিয়ালি এই router সম্পূর্ণ একটা গোটা বাড়ির জন্য নুতুন Velop AX 5300 Mesh Router বাজারে নিয়ে এলো।
প্রথম কথা এটি একটি Tri-band router এবং ওদের কথা অনুযায়ী এটি আগের জেনারেশন এর থেকেও প্রায় চার গুন্ বেশি দ্রুত। এই রাউটার কে বানানোই হয়েছে একদম খুব বেশি কাজের জন্য। যেখানে পেসার বেশি সেখানে এই রাউটার খুব বেশি কাজের। যেমন এখানে এই রাউটার প্রায় 3,000 square feet অব্দি একটা বাড়ির কোনায় কোনায় নেটওয়ার্ক পৌঁছাতে সক্ষম এবং 50 টা ডিভাইস একসাথে কানেক্ট করতে পারবেন। শুধু তাই নোই এখানে সব কোটাতেই একই সাথে সমান ভাবে downloading এবং uploading স্পিড পাবেন MU-MIMO টেকনোলজির দ্বারা। এর orthogonal frequency-division যা WiFi নেটওয়ার্ক কে সমান ভাবে ছড়িয়ে দেবে যাতে করে একই সাথে 4K/8K streaming, online gaming, social media এবং অন্যান্য ভারী কাজ করতে পারেন।

মাত্র 1.59kg ওজন যুক্ত এই রাউটার বাড়ির যেকোনো জায়গায় লাগাতে পারবেন যেখানে খুশি নিয়ে যেতে পারেন। এর মধ্যে 2.2 GHz Quad Core প্রসেসর এর পাশাপাশি 1GB RAM থাকছে। পেয়ে যাবেন একটি 1x WAN এর সাথে 4 টি LAN এর পোর্ট আর একটা USB A পোর্ট যাতে করে আপনি ওখানে কোনো প্রিন্টার বা টিভি কানেক্ট করতে পারবেন। এই রাউটার সরাসরি Bluetooth 4.1 এর মাধ্যমে আপনার মোবাইলে Linksys App এর দ্বারা খুব সহজেই set up করতে পারবেন।

ভারতের বাজারে Linksys Velop AX 5300 Mesh Router আপনি সরাসরি পেয়ে যাবেন amazon.in এর মাধ্যমে। সাদা রঙের সাথে মাত্র 34,999 টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন এই রাউটার।