Itel এখন ভারতের বাজারে কিছু বাজেট স্মার্টফোন বিক্রির জন্য বিখ্যাত। আর ঠিক এখনই আরো একটি বাজেট স্মার্টফোন Itel Vision 1 ভারতের বাজারে অফিসিয়ালি প্রকাশ পেলো। আর আপনি এখনই এটিকে সরাসরি Flipkart থেকে কিনতে পারবেন।
ফিচার্স এর ক্ষেত্রে এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন 6.088-inch এর একটি HD+ ডিসপ্লে। আর থাকছে Unisoc SC9863A প্রসেসর IMG8322 গ্রাফিক্স এর সাথে। ভিতরে পেয়ে যাবেন 3GB RAM এর সাথে 32GB স্টোরেজ। যা আপনি চাইলে 128GB অব্দি বাড়ানো যাবে microSD কার্ড এর দ্বারা। ডেডিকেটেড ডুয়াল সিম এর পাশাপাশি এর মধ্যে আপনি Android 9.0 এর সাপোর্ট ও পেয়ে যাচ্ছেন। পিছনে দুটো ক্যামেরা থাকছে যার মধ্যে 8MP প্রধান সেন্সরের সাথে থাকছে একটি 0.3MP ডেপ্ত সেন্সর। সামনেও থাকছে 5MP এর ওয়াটার ড্রপ নোটচ ক্যামেরা। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও পাচ্ছেন পিছনে। আর সবচেয়ে উল্লেখ এই মূল্যের মধ্যে আপনি একটি 4000mAh এর ব্যাটারী পেয়ে যাচ্ছেন তাও রিমোভেবল।
মাত্র 6999 টাকার বিনিময়ে আপনি সরাসরি Flipkart থেকে কিনতে পারবেন Green এবং Blue এই দুটো রঙের সাথে।