Vivo’s iQOO আজকে তাদের নুতুন মিডরেঞ্জ 5G স্মার্টফোন iQOO Z1x অফিসিয়ালি চীনের বাজারে প্রকাশ করে দিলো। চলুন দেখ নিই এর যাবতীয় ফিচার্স গুলো।
এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন 6.57-inch FHD+ 20:9 LCD ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এর সাথে। ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন Snapdragon 765G EUV প্রসেসর Adreno 620 গ্রাফিক্স এবং 5G SA/NSA এর সাথে। মেমরি হিসাবে পেয়ে যাবেন চারটি ভার্সন যেখানে থাকবে 6GB RAM এর সাথে 64GB এবং 128GB স্টোরেজ এবং 8GB RAM এর সাথে 128GB এবং 256GB স্টোরেজ। ডুয়াল সিম এর সাথে পেয়ে যাবেন Android 10 এর সাপোর্ট।
পিছনে পেয়ে যাবেন তিনটি রেয়ার ক্যামেরা যার মধ্যে প্রধান হলো 48MP এর সেন্সর সাথে একটি 2MP ম্যাক্রো ক্যামেরা এবং একটি 2MP ডেপ্ত সেন্সর। সামনে পেয়ে যাবেন 16MP এর একটি পানচ হোল ফ্রন্ট ক্যামেরা। পাশে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা ডিভাইস কে 0.16 সেকেন্ড এর মধ্যে খুলে দেবে। এর মধ্যে পেয়ে যাবেন 5000mAh এর একটি ব্যাটারী 33W ফাস্ট চার্জিং এর সাথে যা ব্যাটারিকে 52% করে দেবে 30 মিনিটের মধ্যেই।
iQOO Z1x 5G চীনের বাজারে পাওয়া যাচ্ছে Black, Blue এবং White এই তিনটি রঙের সাথে। এই স্মার্টফোনের 6GB / 64GB ভার্সন, 6GB /128GB ভার্সন, 8GB /128GB ভার্সন, 8GB / 256GB ভার্সন এর মূল্য যথাক্রমে 1598 yuan (প্রায় 17,120 টাকা), 1798 yuan (প্রায় 19,265 টাকা), 1998 yuan (প্রায় 21,405 টাকা) এবং 2298 yuan (প্রায় 24,615 টাকা)।