Huawei তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন Mate X আগের বছরে প্রকাশ করেছিল এবং যেটি বাকি অন্যান্য ফোল্ডেবল স্মার্টফোনের থেকে অনেক বেশি উল্লেখযোগ্য ছিল। এবার নুতুন বছর এবং নুতুন বছরের তাদের আরো একটি নুতুন ফোল্ডেবল স্মার্টফোন আসার সম্ভাবনা দেখা গেছে। যা Mate X এর দ্বিতীয় ভার্সন Mate X2 নাম বাজারে আসতে পারে।
আজকে Patent এর দ্বারা কয়েকটা আউটলাইন চিত্র পাওয়া গেছে যেখানে দেখা যাচ্ছে আপেক্ষিক ভাবে কিরকমের হতে পারে এই স্মার্টফোনটি। যেখানে দেখা যাচ্ছে একটি ফোল্ডেবল ডিসপ্লে যেটা এখানে ভিতরের দিকে ফোল্ড হবে মানে আগেরটা মতো পিছনের দিকে ফোল্ড হবে না। পাশে একটি সাইড বার থাকছে যার মধ্যে ক্যামেরা গুলো রয়েছে। পিছনে থাকবে চারটি রেয়ার ক্যামেরা এবং সামনে থাকবে দুটো ফ্রন্ট ক্যামেরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর মধ্যে আপনি পেয়ে যাবেন stylus Pen যা সাইড বারের মধ্যে থাকবে। মানে এটি অনেকটা Samsung এর Note এর মতো আনতে চলেছে।
যাই হোক বাকি তেমন কিছু ফিচার্স আমাদের কাছে নেই তবে সামনের দিনে হয়তো আমরা আরো অনেক তথ্য আমরা পেতে পারি। এখন অফিসিয়ালি কবে প্রকাশ পাবে সেটা তো সঠিক নয় তবে আসা করা যাই যে কয়েক মাসের মধ্যেই আমাদের সামনে আসবে।