Huawei এর তরফ থেকে আরো দুটো নুতুন Nova সিরিজ এর স্মার্টফোন Nova 6 এবং Nova 6 5G আজকে অফিসিয়ালি প্রকাশ পেয়ে গেলো। অনেক আগে থেকেই এদের কিছু কিছু ফিচার্স আপনাদেরকে আমরা জানিয়েছি এবং আজকে দেখে নিই একদম সঠিক ফিচার্স গুলো।
Huawei Nova 6/ Nova 6 5G এর বিস্তারিত বিবরণী
এই স্মার্টফোনের মধ্যে পেয়ে যাবেন 6.57-inch full এইচডি+ LCD কার্ভড গ্লাস ডিসপ্লে। 4G ভার্শন এর মধ্যে পেয়ে যাবেন Kirin 990 প্রসেসর এবং 5G ভার্শন এর মধ্যে পেয়ে যাবেন Kirin 990 5G এর সাথে Balong 5000 মোডেম। দুটো মোড ই থাকবে NSA এবং SA। দুটো মেমোরি ভেরিয়েন্ট এর আসবে এই স্মার্টফোন যেখানে 4G ভার্সন এ পেয়ে যাবেন 8GB RAM এর সাথে 128GB স্টোরেজ এবং 5G ভার্সন এর মধ্যে থাকবে অতিরিক্ত একটি মেমরি ভেরিয়েন্ট 8GB RAM এর সাথে 256GB স্টোরেজ। Android 10 এর সাথে আপনি ডুয়াল সিম এর সাপোর্ট ও পেয়ে যাবেন।
পিছনে তিনটি ক্যামেরা পেয়ে যাবেন যার মধ্যে প্রধান 40MP RYYB সেন্সরের সাথে 8MP 120° আল্ট্রা ওয়াইড আঙ্গেল লেন্স এবং 8MP টেলিফটো লেন্স LED ফ্লাশ এর সাথে। সামনে পেয়ে যাচ্ছেন পানচ হোল দুটি ক্যামেরা যার মধ্যে প্রধান হলো 32MP সেন্সর এবং সঙ্গে 8MP 105° আলট্রা ওয়াইড ক্যামেরা। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি থাকবে বডির পাশে। 4G ভার্সন এর মধ্যে আপনি 4100mAh এর একটি ব্যাটারী পাচ্ছেন যেখানে 5G ভার্সন এর মধ্যে আপনি 4200mAh এর ব্যাটারী পেয়ে যাবেন। উভয় ক্ষেত্রেই 40W সুপার ফাস্ট চার্জিং এর সাপোর্ট থাকছে।
Huawei Nova 6/ Nova 6 5G এর মূল্য
HUAWEI nova 6 এর 4G ভার্সন এর 8GB / 128GB ভার্সন এর মূল্য 3199 yuan (প্রায় 32,449 টাকা)। এবং 5G ভার্সন এর 128GB এবং 256GB স্টোরেজ ভার্সন এর মূল্য যথাক্রমে 3799 yuan (প্রায় 38,540 টাকা) এবং 4199 yuan (প্রায় 42,595 টাকা)। চীনের বাজারে পাওয়া যাচ্ছে আজ থেকেই Black, Blue, Violet এবং Red রং এর সাথে।