Huawei Nova 6 5G কিছু ছবি এবং ফিচার্স এর সাথে আমাদের সামনে এলো

0

Huawei এর তরফ থেকে আগত এদের পরবর্তী 5G স্মার্টফোন Nova 6 এর কিছু তথ্য এবং স্পেসিফিকেশন লিক আমাদের সামনে এলো। 91mobiles এর কাছ থেকে পাওয়া এই তথ্যের ভিত্তিতে আমরা যে চিত্র পেয়েছি তাতে ডিজাইন অনেকটা আগের বছরের Nova 4 এর মতো। কিন্তু সমস্যা টা হলো যে এই ফোন কবে প্রকাশ পাবে সে ব্যাপারে কোনো তথ্য আমাদের কাছে নেই তবে আশা করা যাচ্ছে যে সামনের ডিসেম্বর মাসে কিংবা সামনের জানুয়ারি মাসের মধ্যেই এই স্মার্টফোন আমাদের হাতে এসে যাবে।

Huawei Nova 6 5G

যায় হোক এর সূত্র থেকে আমরা এর কিছু বিশেষ ফিচার্স জানতে পেরেছি যেখানে থাকতে পারে একটি 6.39-inch OLED ডিসপ্লে যার রেসলিউশন 1080×2340 পিক্সেল। বেজেলস খুব ছোট থাকবে এবং এই ডিসপ্লের মধ্যে কোনো রকমের নচ থাকবে না তার পরিবর্তে পানচ হোল ডিসপ্লে হবে যেখানে দুটো ফ্রন্ট ক্যামেরা থাকবে। প্রসেসর এর ব্যাপারে কোনোরকমের তথ্য নেই তবে লেটেস্ট Kirin 5G প্রসেসর পেয়ে যাবেন। এর টপ ভেরিয়েন্ট এর মধ্যে হয়তো 8GB RAM এর সাথে 128GB এর স্টোরেজ থাকতে পারে। হয়তো Android 10 পেয়ে যেতে পারেন।

তবে এর পিছনে থাকতে পারে চারটি রেয়ার ক্যামেরা যার মধ্যে প্রধান ক্যামেরা হলো 48MP এর। আর বাকি 3 টির মধ্যে একটি 16MP এর আল্ট্রা ওয়াইড ক্যামেরা, একটি 2MP এর ডেপথ ক্যামেরা আর একটি হয়তো 2MP এর ম্যাক্রো ক্যামেরা অথবা একটি 3D TOF সেন্সর থাকতে পারে। আর আপনি পেয়ে যাবেন একটি লেজার অটো ফোকাস। সামনে দুটো ক্যামেরার মধ্যে একটি থাকবে 32MP এর। এর মধ্যে হয়তো ইন-ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যেতে পারেন। যাই হোক আর একটি ব্যাটারি পেয়ে যাবেন 3900mAh এর যেটি সুপার ফাস্ট চারজিং এবং USB type C পোর্ট এর সাথে আসবে।

যে ছবি আমাদের সামনে এসেছে সেটি একটি নীল রং এর গ্রাডিয়ান্ট রং এর ভেরিয়েন্ট, এছাড়া আর কি ভেরিয়েন্ট আসবে সে ব্যাপারে কোনো খবর নেই। যদিও এর মূল্য এখনো জানানো হয়নি তবে আশা করা যায় যে 30000 টাকার মধ্যেই আসবে। এখন অপেক্ষা করতে হবে যতদিন না এই স্মার্টফোন প্রকাশ হচ্ছে।

সূত্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here