Huawei nova 5 এর মধ্যে 32 MP এর সেলফি ক্যামেরা থাকবে

0

Huawei কিন্তু তার এই নুতুন nova সিরিজ সামনের শুক্রবার এ বের করবে। আর ঠিক তার আগেই একটা ছবির দ্বারা বলে দিলো যে এই স্মার্টফোনের সামনে একটি 32 MP এর ফ্রন্ট ক্যামেরা থাকবে। আসা করা যাচ্ছে যে এই সিরিজের মোট তিনটি স্মার্টফোন একই সাথে প্রকাশ পাবে nova 5, nova 5i এবং nova 5 Pro।

Huawei nova 5

যেখানে আমরা nova 5 এ একটা ওয়াটার ড্রপ নোচ ডিসপ্লে দেখতে পাচ্ছি সেখানে আসা করা যাচ্ছে যে nova 5i এর মধ্যে ইন-ডিসপ্লে ক্যামেরা থাকবে আর nova 5 Pro এর মধ্যে হয়তো টিয়ারস ড্রপ ডিসপ্লে থাকতে পারে। এবার আসি nova 5 এর রুমর্স এ যেখানে এই ছবির পাশাপাশি একটা লিক ও পেয়েছি weibo তে। যেখানে দেখা যাচ্ছে এই স্মার্টফোনে মধ্যে হয়তো 8GB এর RAM থাকবে আর থাকবে Android Pie। যদিও এটা কতটা সঠিক জানি না কারণ Huawei কোনো মতেই আর কোনো স্মার্টফোন Android OS এর সাথে বের করতে পারবে না। তবুও দেখা যাক। এই স্মার্টফোনটির কোড নাম SEA-AL10।

Huawei nova 5

এবার আসি অন্যান্য ফিচারস এ। যেখানে Kirin 980 এর প্রসেসর থাকবে যদিও বাকি দুটোতে কি থাকবে এখনো জানা যায়নি। এই স্মার্টফোনটি এই সিরিজ এর টপ স্মার্টফোনে হতে চলেছে সুতরাং বলাই যায় যে এই খবরটি সত্য।

সূত্র ১সূত্র ২

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here