Huawei MatePad Pro 5G বিশ্ববাজারে অফিসিয়ালি প্রকাশ পেয়ে গেলো

0

আগের বছরের প্রকাশ পাওয়া Huawei MatePad Pro স্মার্টফোন এর 5G ভার্শন এখন অফিসিয়ালি প্রকাশ পেয়ে গেলো MatePad Pro 5G নামে। দেখতে এবং বাকি সমস্থ ফিচার্স একই রকমের শুধু মাত্র এখানে 5G যুক্ত হয়েছে।

HUAWEI MatePad Pro 5G

Huawei MatePad Pro 5G এর বিস্তারিত বিবরণী

যেমন এখানে পেয়ে যাচ্ছেন 10.8-inch এর WQXGA ডিসপ্লে। শুধুমাত্র যেখানে থাকবে Kirin 990 5G প্রসেসর Mali G76MP16 গ্রাফিক্সের সাথে। ভিতরে থাকছে 8GB RAM এর সাথে 256GB এবং 512GB স্টোরেজ ভার্শন। যা আপনি NM কার্ড এর দ্বারা 256GB অব্দি বাড়াতে পারবেন। এখানেও আপনি Huawei এর নিজস্ব মোবাইল সার্ভিস এর সাথে Android 10 এর সাপোর্ট পেয়ে যাবেন।

এই ট্যাবলেট দুটো জিনিসের সাথে আসবে, একটি M-pencil 12 এবং একটি ম্যাগনেটিক কিবোর্ড। এই পেন এর মধ্যে ম্যাগনেটিক ফিচার আছে যা এই ট্যাবলেট এর উপরে লেগে থাকবে এবং নিন থেকেই চার্জ হবে ওয়ারলেস চারজিং এর দ্বারা। এর সাহায্যে আপনি কোনো কিছু আঁকতে পারবেন, আঙ্গুল ছাড়াও ব্যাবহার করতে পারবেন এমনকি ডিসপ্লের উপরে কোনো নোটস ও লিখতে পারবেন এর 4096-লেভেল প্রেসার সেন্সর এর সাথে। এই কিবোর্ড টিকে আপনি ট্যাবলেট টির সাথে লাগিয়ে রাখতে পারবেন যাতে করে এটিকে ল্যাপটপের মতো ব্যাবহার করতে পারেন এমনকি বন্ধ অবস্থায় এটি ডিসপ্লে প্রটেক্ট হিসাবেও কাজ করবে।

পিছনে পেয়ে যাচ্ছেন 13MP এর একটি রেয়ার ক্যামেরা এবং সামনে একটি 8MP এর পানচ হোল ফ্রন্ট ক্যামেরা। কোনো ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকছে না তবে ফেস আনলক এর সাপোর্ট পেয়ে যাবেন। যাই হোক থাকছে একটি 7250mAh এর ব্যাটারি 40W Huawei সুপার ফাস্ট চারজিং, 15W ওয়ারলেস চারজিং এবং 7.5W রিভার্স চারজিং এর সাথে।

Huawei MatePad Pro 5G এর মূল্য

Huawei MatePad Pro 5G এর অফিসিয়াল মূল্য 799 Euros (প্রায় 62,380 টাকা)। এই জুন মাস থেকে আপনি এটিকে চীন এবং আরো কয়েকটি জায়গায় Orange এবং Forest Green রঙের সাথে পেয়ে যাবেন। এবার এই ট্যাবলেট টির কিছু অতিরিক্ত ভারসিও ও বেরুবে যেমন এটির Wi-Fi যুক্ত 6GB / 128GB ভার্সন এর দাম পড়বে 549 Euros (প্রায় 42,000 টাকা) এবং 8GB / 256GB ভার্সন এর দাম পড়বে 749 Euros (প্রায় 58,000 টাকা)। এবার Wi-Fi এবং M-Pencil যুক্ত 6GB / 128GB ভার্সন এর দাম পড়বে 599 Euros (প্রায় 46,000 টাকা) এবং 8GB / 256GB ভার্সন এর দাম পড়বে 699 Euros (প্রায় 54,000 টাকা)|

শুধু M-Pencil এবং Smart Keyboard এর মূল্য যথাক্রমে 99 Euros (প্রায় 7730 টাকা) এবং 129 Euros (প্রায় 10,075 টাকা)। ভারতের বাজারে খুব তাড়াতড়ি প্রকাশ পেতে চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here