ফ্ল্যাগশিপ Huawei Mate 30 Pro এবং Mate 30 Pro 5G এর সাথে একটু কম বাজেট এ প্রকাশ করে দিলো HUAWEI Mate 30 এবং Mate 30 5G। ডিজাইন এবং বেশির ভাগ ফিচারস একই রকমের। কিছু কিছু জিনিস একটু পরিবর্তন করা হয়েছে সেগুলো আমরা আপনাকে জানাচ্ছি।
HUAWEI Mate 30 এবং Mate 30 5G এর বিস্তারিত বিবরণী
এখানে আপনি পেয়ে যাবেন একটু ছোট ডিসপ্লে, 6.62-inch FHD+ OLED FullView নোটচ ডিসপ্লে। প্রসেসর হিসাবে পেয়ে যাবেন ওই একই Kirin 990 এবং Kirin 990 5G যথাক্রমে Mate 30 এবং Mate 30 5G এর জন্য। যার মধ্যে একইভাবে NPU এর সুবিধা থাকবে এবং এটি Android 10 এর সাথে প্রকাশ পাবে। মেমরি হিসাবে এই দুটির মধ্যে পেয়ে যাবেন 8GB LPDDR4x RAM এর সাথে 256GB স্টোরেজ। এছাড়াও আপনি মেমরি 256GB অব্দি বাড়াতে পারবেন NM card এর দ্বারা।
ক্যামেরা ডিজাইনে দেখতে একই রকমের শুধু একটি ক্যামেরা কম থাকছে, এখানে আপনি পেয়ে যাবেন তিনটি রেয়ার ক্যামেরা যার মধ্যে প্রধান 40MP SuperSensing ক্যামেরা সঙ্গে Leica লেন্স। আর থাকছে একটি 16 MP উল্টরা ওয়াইড ক্যামেরা এবং একটি 8 MP টেলিফোটো ক্যামেরা যেটি পোট্রেট ছবি তোলার জন্য কাজে লাগবে এবং থাকবে 3x Optical Zoom1, 5x Hybrid Zoom2 এবং সর্বাধিক 30x Digital Zoom। সামনেও পেয়ে যাবেন 24MP এর একটি সেলফে ক্যামেরা ফেস আনলক এর জন্য।
ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে Infrared সেন্সর ও পেয়ে যাবেন। এমনকি IP53 রেটিংস এর দ্বারা ওয়াটার রেসিস্টেন্স। যদিও কোম্পানি বলেছে এর মধ্যে কোনো Google এপ্লিকেশন দেওয়া হবে না। আর সবচেয়ে দারুন ব্যাপার হলো এর মধ্যে 3.5mm অডিও জ্যাক থাকবে। ব্যাটারী হিসাবে পেয়ে যাবেন 4200mAh ব্যাটারী যদিও বাকি সব কিছুই থাকবে যেমন 40W ফাস্ট চার্জ, ওয়ারলেস চার্জ, ওয়ারলেস রিভার্স চার্জ। বিশ্ববাজারে Emerald Green, Space Silver, Cosmic Purple এবং Black রঙের সাথে আসবে।
HUAWEI Mate 30 এবং Mate 30 5G এর মূল্য
HUAWEI Mate 30 এর মূল্য 799 Euros (প্রায় 62,980 টাকা)। যদিও Mate 30 5G এর মূল্য এখনো জানানো হয়নি এবং কবে থেকে বাজারে পাওয়া যাবে সেটিও বলা হয়নি।