Honor ব্যান্ড এর পর এবার Huawei ব্যান্ড। আজকে Huawei অফিসিয়ালি প্রকাশ করে দিলো এদের একদম নুতুন রঙিন ডিসপ্লের সাথে Huawei Band 4। দেখে নিন এটির ভিতরে আপনি কি কি ফিচার্স পাচ্ছেন।
Huawei Band 4 এর বিস্তারিত বিবরণী
এই ব্যান্ড এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন একটি 0.96-inch 2.5D TFT রঙিন ডিসপ্লে। এই ডিসপ্লের উপরে একটি টাচ সুইচ থাকবে যার দ্বারা আপনি এই ডিভাইস টিকে চালনা করতে পারবেন। এই ডিসপ্লের রেসলিউশন 160×80 পিক্সেলস।
এই ব্যান্ড আপনার হার্ট রেট থেকে শুরু করে ঘুম অব্দি সংগ্রহ করতে পারবে। শুধু তাই নয় এর মধ্যে সময় তারিখ এর পাশাপাশি বিভিন্ন ফিটনেশ ডাটা এবং এপ্লিকেশন এর নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও দৌড়ানো, হাঁটাহাঁটি, সাইকেল চালানো এমনকি ড্রাইভিং এর ডাটা ও এর থেকে পেয়ে যাবেন।
Bluetooth 4.2 এর পাশাপাশি এই ব্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স যা জলের তলায় 50 মিটার অব্দি নিজেকে সুরক্ষিত রাখতে সক্ষম। আর সবচেয়ে ভালো জিনিস হলো এর মধ্যে USB A পোর্ট রয়েছে সরাসরি চারজিং এর জন্য। এর ভিতরে থাকছে একটি 91mAh এর ব্যাটারি যেটি 7 থেকে 9 দিন অব্দি চলবে একবার সম্পূর্ণ চার্জ এর পর।
Huawei Band 4 এর মূল্য
Huawei Band 4 এর মূল্য $32 থেকে $35 অব্দি হবে। যাই হোক আপাতত এটি থাইল্যান্ড এবং চীণেতে পাওয়া যাবে। ভারতের বাজারে কবে আসবে সে বেপারে কোনো তথ্য নেই তবে এর মূল্য 2000 টাকার মতো হবে। এই স্মার্টফোন Graphite Black, Sakura Pink, এবং Amber Sunrise এই তিনটি রং এর সাথে আসবে।