Band 3 Pro বিশ্ববাজারে প্রকাশ পেয়েছে অনেকদিন হয়ে গেলো তাই এবার কোম্পানি তাদের পরবর্তী ফিটনেস ব্যান্ড বের করার কথা চিন্তা করেছে যার নাম Huawei Band 4 Pro। আজকের একটি লিক এর দ্বারা এর যাবতীয় ডিজাইন, কিছু ফিচারস, লুক্স এবং রং আমাদের সামনে এসেছে।
সবার প্রথমে যা দেখা যাচ্ছে সেখানে এই স্মার্টব্যান্ড এর ডিজাইন অনেকটা Band 3 Pro এর মতনই শুধু রং এর ভেরিয়েন্ট গুলো আলাদা। এখানেও আপনি AMOLED ডিসপ্লের পাশাপাশি তোলাই একটি লম্বা সুইচ পেয়ে যাবেন এটিকে কন্ট্রোল করার জন্য। যেহেতো ফিটনেস ব্যান্ড সেই কারণে এটিও ঘাম এবং ওয়াটার রেসিস্টেন্স হবে যার ফলে জলের তলায় 50 মিটার অব্দি নিজেকে রক্ষা করতে সক্ষম। শুধু তাই নয় এর মধ্যেও আপনি USB-A চার্জিং পোর্ট পেয়ে যাবেন যার ফলে আপনি সরাসরি যেকোনো নরমাল USB তেই এটিকে চার্জ করতে পারবেন।
এক বছরের বেশি হয়ে গেছে Band 3 Pro প্রকাশ পেয়েছে যেই কারণে এই ব্যান্ড খুব তাড়াতাড়ি বাজারে আসার সম্ভাবনা আছে, হয়তো সামনের মাসের মধ্যে এটি এসে যাবে। যাইহোক আর কোনো বিশেষ তথ্য তো আমাদের কাছে নেই যদিও Red এবং Pink এই দুটো রং এর সাথে আসবে।