TENAA তে প্রকাশ হবার এক মাসের মধ্যেই Honor বলে দিলো যে সামনের January 8 এ অফিসিয়ালি প্রকাশ করা হবে Honor 8A চিনার বাজারে। যেমন টি আহে প্রকাশ পেয়েছিলো ঠিক তেমনি সব কিছু আসবে শুধু ডিসপ্লেটা waterdrop ডিসপ্লে হবে.

Honor 8A এর সম্ভাব্য বিবরণী
- 6-inch এইচডি+ 19:5:9 2.5D curved glass ডিসপ্লে
- 2.3GHz অক্টা কোর MediaTek Helio P35 প্রসেসর সঙ্গে PowerVR GE8320 GPU
- 3GB RAM, 32GB / 64GB স্টোরেজ, 512GB অব্দি বাড়ানো যাবে microSD দিয়ে
- Android 9.0 Pie সঙ্গে EMUI 9.0
- 13MP রেয়ার ক্যামেরা LED flash এর সঙ্গে
- 8MP ফ্রন্ট ক্যামেরা
- 4G VoLTE
- 3000mAh ব্যাটারী
সামনের সপ্তাহের আগে আমরা আর বিশেষ কিছু জানতে পারছি না। Black, Blue, Gold, Red এই চারটি রং এ আসতে পারে এটি.