কালকে Pricebaba এবং OnLeaks এর সম্বন্বয়ে Google Pixel 4 এর কিছু তথ্য আমাদের হাত এ এসেছে। যদিও কিছুদিন আগেই Google Pixel 3a এবং 3a XL প্রকাশ করেছে। তাই সামনের নুতন ফ্ল্যাগশিপ Pixel 4 এবং Pixel 4 XL এর ব্যাপার এ সবাই আগ্রহী। প্রতি বছরের মতোই হয়তো এবছরের অক্টোবর মাসে তারা এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন দুটি আন্তে চলেছে।

এবার আসি এই লিক পিকচার এ যেখানে দেখা যাচ্ছে এই স্মার্টফোনের পিছনে একটি চার চৌকো ক্যামেরা কাঠামো আছে। গুগল এতদিন পিছনে একটাই ক্যামেরা ব্যবহার করতো। কিন্তু এখানে দেখা যাচ্ছে চারচৌকো বাক্স। যেটা আবার দেখতে অনেকটা iPhone XI এর মতো যেটা কিছুদিন আগেই লিক হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই বাক্স এর ভিতর কটা ক্যামেরা থাকবে। এখানে একটাই দেখা যাচ্ছে কিন্তু বিশেষজ্ঞরা দুটো ক্যামেরা থাকার সম্ভাবনা দেখছে।
Google Pixel স্মার্টফোন গুলো প্রথম থেকেই ক্যামেরার জন্য বিখ্যাত তাহলে গুগল নিশ্চই এখানে কিছু ভালো ভেবেছে যদিও এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না কারণ এই পিকচার টি কতটা সঠিক সেটা পরে জানা যাবে। যাই হোক এর বাইরে বডি তে ভলিউম সুচ এবং পাওয়ার সুইচ দেখা যাচ্ছে। নিচে USB Type -C পোর্ট এবং দুটো স্পিকার। তার মানে এর মধ্যেও কোনো রকমের 3.5mm এ অডিও জ্যাক থাকছে না। এর মধ্যে কোনো রকমের ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই সুতরাং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকার সম্ভাবনা প্রবল।

এর বাইরের কিছু তথ্য এদিক ওদিক থেকে উঠে এসেছে যেমন এতে Snapdragon 855 প্রসেসর, 6GB of RAM লো ভেরিয়েন্ট এর জন্য এবং Android Q থাকতে পারে। ফ্রন্ট ক্যামেরার ব্যাপারে এখনো কিছু বোঝা যাচ্ছে না। হয়তো নরমাল ডিসপ্লে এর উপরে থাকবে নোচ হিসাবে আর নয়তো পপআপ হবে। সামনের মাস গুলিতে এর ব্যাপারে আরো তথ্য পাবার আসা রাখছি।