শেষ পর্যন্ত, Huawei এর উপর US এর যে নিষেধাজ্ঞা জারি ছিল সেটা তুলে নেওয়া হলো। Huawei ব্যবহারকারীদের দেড় জন্য খুব বড়ো এক খবর। মানে এর পর থেকে Huawei ডিভাইস এর মধ্যে Android এর সমস্ত OS এবং আপডেট থাকবে। কালকে G20 summit এ US প্রেসিডেন্ট Trump স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে Huawei স্বাভাবিক ভাবেই US মার্কেট এ নিজেদের জিনিস পত্র বিক্রি করতে পারবে।
প্রেসিডেন্ট Trump এর বক্তব্য অনুযায়ী সব দেশ ই টেকনোলজি সংক্রান্ত দ্রব্য তৈরি করে এবং সবারই গুরুত্ব সব দেশে তেই আছে সেই কারণে যেমন আমেরিকার জিনিস পত্র বাইরের দেশে জুরুরি সেই রকমই বাইরের দেশের জিনিস পত্র এখানেও। সেই কারণেই আমেরিকার বিভিন্ন টেক কোম্পানির কথা শোনার পর তারা Huawei কে আমেরিকার বাজারে জিনিস পত্র বিক্রির অধিকার দিয়েছে আর সেই কারণেই Huawei এর উপর থাকা সমস্ত রকমের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো।
এছাড়াও বলেছে সমস্ত আমেরিকান কোম্পানি Huawei এর সাথে কাজ করবে এবং ওই একই ভাবে চীনের কোম্পানি গুলো US কোম্পানির সাথে কাজ করতে পারে। কিন্তু Trump আরো বলেছে যে এর উপর যতদিন না কোনো ন্যাশনাল সিকিউরিটি এর সমস্যা হচ্ছে ততদিন চীনা কোম্পানি গুলো সঠিক ভাবে US এ ব্যবসা করতে পারবে। এর একই সাথে Huawei ও কিছু স্মার্টফোনের জন্য Android Q আপডেট কন্ফার্ম করে দিয়েছে।