কিছুদিন আগেই পাবজি কর্পোরেশন অফিসিয়ালি PC লাইট ভার্সন প্রকাশ করেছিল এবং বিটা টেস্টিং শুরুও হয়ে গিয়েছিলো বিভিন্ন জায়গায়। ভারতের বাজারে শুধু মাত্র পৃ-রেজিস্ট্রেশন শুরু হয়েছিল। যার সময়সীম ছিল June 20 থেকে July 3 অব্দি। কিন্তু সবার একটাই প্রশ্ন ছিল যে কবে তারা এই গেম টিকে নিজেদের PC তে খেলতে পারবে। আর সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলো আজকে পাবজি কর্পোরেশন। এই সপ্তাহেই পেয়ে যাবেন অফিসিয়াল পাবজি লাইট বিটা। একদম ঠিক, সামনের জুলাই 4th এ অফিসিয়ালি আত্মপ্রকাশ করছে ভারতের মাটিতে। ভারতের পাশাপাশি নেপাল, আফগানিস্তান, ভুটান, মালদ্বীভস, পাকিস্তান এবং শ্রীলঙ্কা তেও আসতে পারে।
যাইহোক পৃ-রেজিস্ট্রেশন তো অনেক দিন আগেই শুরু হয়েছে এবং যারা যারা এই রেজিস্ট্রেশন করে রেখেছে তাদের জন্য অনেক কিছু পুরস্কার থাকছে সেটা আমরা অনেক আগেই বলে রেখেছি। এছাড়াও পাবজি কর্পোরেশন কিছুদিন আগেই বলেছে যে তারা আরো একটি নুতুন গেম বাজারে আনতে চলেছে যেটা পাবজির বিপরীত গেম হবে মানে এই গেম এর ভিতরে একটি সুন্দর গল্প থাকবে। যদিও কোম্পানির বক্তব্য এই গেম টা পাবজির এর চেয়ে আরো বেশি জনপ্রিয় হবে। এই গেম এর নাম আমাদের জানা নেই তবুও এবছরের মধ্যেই হয়তো আমাদের সামনে এসে যেতে পারে।
এই পাবজি লাইট এর রেজিস্ট্রেশন এর নিয়মাবলী আমাদের আগের আর্টিকেল এই বলা হয়েছে। যদি আপনি এখনো রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে এখনই গিয়ে করে ফেলুন। তাহলে আপনি ফ্রি গিফট গুলো পেয়ে যেতে পারেন। আর তাছাড়া যেকোনো ধরণের সিস্টেম এই চলবে, নুন্নতম Core i3 প্রসেসর, 4GB RAM আর Windows 7 এর উপরের যেকোনো অপারেটিং সিস্টেম থাকলেই চলবে।